• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

দেশব্যাপী করোনার টিকাকরণ শুরু হওয়ার আগে এবার সব জেলায় 'ড্রাই রান'! সময় জানাল মোদী সরকার

  • |

দেশব্যাপী করোনার ( corona vaccine) গণ টিকাকরণ (mass vaccination) শুরু করার আগে ফের ড্রাই রান করার সিদ্ধান্ত মোদী সরকারে। এনিয়ে দ্বিতীয় বার। তবে এবার তা প্রত্যেকটি জেলায় করা হবে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত সরকার আগেই ঘোষণা করেছে ১৩ জানুয়ারি থেকে দেশব্যাপী গণ টিকাকরণ শুরু করা হবে।

টিআরপি জালিয়াতি! হাইকোর্টের রায়ে আপাতত স্বস্তিতে অর্ণব গোস্বামী এবং রিপাবলিক টিভির কর্মীরা

শনিবারেই করা হয়েছিল ড্রাই রান

শনিবারেই করা হয়েছিল ড্রাই রান

গত শনিবারে সারা দেশে বেশিরভাগ রাজ্যেই করোনার ভ্যাকসিন নিয়ে ড্রাই রান করা হয়েছিল। কোটি কোটি মানুষকে টিকা দিতে স্বাস্থ্যকর্মীরা কতটা প্রস্তুত সেই ব্যাপারটা একবার পরখ করে নিতেই এই ড্রাই রান করা হয়েছিল। কোল্ড চেন ম্যানেজমেন্ট, ভ্যাকসিন সরবরাহ, স্টোরেজ এবং লিজিস্টিকস ঠিক আছে কিনা তা দেখা হয়।

২৮ ডিসেম্বর প্রথম ড্রাই রান করা হয়

২৮ ডিসেম্বর প্রথম ড্রাই রান করা হয়

২৮ ও ২৯ ডিসেম্বর অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা ডেলা, গুজরাতের রাজকোট, গান্ধীনগর, পঞ্জাবের লুধিয়ানা, শহিদ ভগত সিং নগর এবং অসমের নলবাড়ি এবং শোনিতপুর জেলায় ড্রাই রান করা হয়।

 প্রথম দফায় ৩০ কোটি মানুষকে ভ্যাকসিন

প্রথম দফায় ৩০ কোটি মানুষকে ভ্যাকসিন

কেন্দ্রীয় সরকার প্রথম দফায় দেশের ৩০ কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা নিয়েছে। এর মধ্যে রয়েছেন দেশের এককোটি স্বাস্থ্যকর্মী, দুকোটি ফ্রন্টলাইনার এবং ২৭ কোটি বয়স্ক, যাঁদের বেশির ভাগই ৫০ বছরের ওপরে থাকা ব্যাক্তি এবং যাঁদের কোমরবিডিটি রয়েছে, তাঁদের।

১৩ জানুয়ারি থেকে টিকাকরণ

১৩ জানুয়ারি থেকে টিকাকরণ

মোদী সরকার ইতিমধ্যেই জানিয়েছেন দেশব্যাপী গণ টিকাকরণের কাজ শুরু করা হবে ১৩ জানুয়ারি থেকে। ইতিমধ্যেই সরকারের তরফে কোভ্যাকসিন এবং কোভিশিল্ডকে অনুমোদন দেওয়া হয়েছে। এরমধ্যে কোভ্যাকসিন তৈরি হয়েছে দেশীয় প্রযুক্তিতে। তৈরি করেছে ভারত বায়োটেক।

English summary
India will conduct its second dry run test on Corona vaccine in all districts on eighth January
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X