নয়াদিল্লি : জম্মু ও কাশ্মীরের পার্বত্য অঞ্চলে তৈরি হওয়া ঝঞ্ঝা আটকে দিয়েছে উত্তুরে হাওয়াকে। ওই ঝঞ্ঝা বন্ধ দরাজায় হাওয়া আটকানোর হাল করেছে। এর ফলে উত্তরভারতে প্রবল ঠান্ডা থাকলেও, তা বিহার, ঝাড়খণ্ডে নেই।

জামশেদপুরের সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস, রাঁচির সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস, ডাল্টনগঞ্জের সর্বনিম্ন তাপমাত্রা ১৫.১ ডিগ্রি সেলসিয়াস, ভাগলপুরে সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৯ ডিগ্রি সেলসিয়াস, গয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস, পাটনায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৯ ডিগ্রি সেলসিয়াস, পূর্নিয়ার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস, এখানে আবার ০.৪ মিলিমিটার বৃষ্টিও হয়েছে। শ্রীনগর, দিল্লি ও লখনউয়ের সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে মাইনাস ০.৯ , ১৩.০, ১২.৭ ডিগ্রি সেলসিয়াস। রাজকোটে ১০.৮ ও আহমেদাবাদে ১১.৬ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা। দেশের দুই প্রান্তের তাপমাত্রার ফারাক যে পশ্চিমী ঝঞ্ঝার নেতিবাচক প্রভাব যে গড়ে দিয়েছে তা এই অঙ্কে স্পষ্ট।

এদিকে ঝঞ্ঝার কোপে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ থেকেও উধাও হয়েছে শীত। শীতের আমেজ থাকছে শুধু সকালে। বেলার পারদে বাড়ছে অস্বস্তি। বুধবার আসানসোলের সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়ায় ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস, ব্যারাকপুরে ১২.৭ ডিগ্রি সেলসিয়াস, বর্ধমানে ১৫.০ ডিগ্রি সেলসিয়াস, ক্যানিংয়ে ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস, কাঁথি ১১.২ ডিগ্রি সেলসিয়াস, দিঘায় ১৫.৩ ডিগ্রি সেলসিয়াস, পানাগড়ে ১১.০ ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতনে ১২.৪ ডিগ্রি সেলসিয়াস, কলাইকুন্ডায় ১২.৫ ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়া ১১.৪ ডিগ্রি সেলসিয়াস, মেদিনীপুর ১৫.১ ডিগ্রি সেলসিয়াস।

মঙ্গলবার আসানসোলের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৪ ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়ায় ১৩ ডিগ্রি সেলসিয়াস, ব্যারাকপুরে ১২ ডিগ্রি সেলসিয়াস, বর্ধমানে ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস, ক্যানিংয়ে ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস, দিঘায় ১৪.১ ডিগ্রি সেলসিয়াস, পানাগড়ে ১১.৫ ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতনে ১১.৯ ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়া ১১ ডিগ্রি সেলসিয়াস,

সোমবার আসানসোলের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.২ ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়ায় ১২.৪ ডিগ্রি সেলসিয়াস, ব্যারাকপুরে ১১.২ ডিগ্রি সেলসিয়াস, বর্ধমানে ১২.৬ ডিগ্রি সেলসিয়াস, ক্যানিংয়ে ১২ ডিগ্রি সেলসিয়াস, দিঘায় ১২.৯ ডিগ্রি সেলসিয়াস, পানাগড়ে ১১.৫ ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতনে ১১.২ ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়া ১০ ডিগ্রি সেলসিয়াস।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

অতিমারীর মধ্যে দূরে থেকে কিভাবে চলছে পাবলিক রিলেশন জানাচ্ছেন পি.আর বিশেষজ্ঞ অরিন্দম বসু।