নয়াদিল্লি: ফেসবুক মালিকানাধীন ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ তার গোপনীয়তা নীতি আপডেট করেছে। সেই পলিসি ধীরে ধীরে ব্যবহারকারীদের কাছে প্রকাশও করা হচ্ছে। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের নতুন নীতি গ্রহণের জন্য ফেব্রুয়ারী পর্যন্ত সময় দিয়েছে। এরপর পলিসি গ্রহণ করতে হবে, নইলে ডিলিট হবে অ্যাকাউন্ট।

উল্লেখ্য, হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের অতি অবশ্যই এই নতুন নীতি গ্রহণ করতে হবে। এছাড়া অন্য কোনও অপশন পাচ্ছেন না ব্যবহারকারীরা। যদিও এখন অবধি ‘নট নাউ’ এর অপশন দেখা যাচ্ছে। কিন্তু কিছুদিন পর থেকে তা না থাকার সম্ভাবনা রয়েছে। আপাতত কিছুদিন অ্যাকাউন্ট চলবে।

নতুন পলিসিতে ফেসবুক এবং ইনস্টাগ্রামের একীকরণে আরও বেশি জোর দেওয়া হবে। ফেসবুক কর্তৃপক্ষের কাছে ব্যবহারকারীদের তথ্য থাকবে। আগেও এই তথ্য থাকত, কিন্তু নতুন পলিসি অনুযায়ী বেশি থাকবে। এর আগেও হোয়াটসঅ্যাপের তথ্য ফেসবুকে শেয়ার করা হচ্ছিল। তবে সংস্থাটি পরিষ্কার জানিয়ে দিয়েছে যে ফেসবুকের সাথে হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামের একত্রীকরণ আরও বেশি হবে।

হোয়াটসঅ্যাপ আপডেট হওয়া পলিসিতে আপনি যে লাইসেন্সটি কোম্পানিকে দিচ্ছেন তাতে কিছু জিনিস লেখা রয়েছে। তাই অনুমতি দেওয়ার পূর্বে তা পড়ে নেওয়া আবশ্যক। অবশ্য বিকল্প অপশনও নেই।

উল্লেখ্য, চলতি বছরে বেশ কিছু ফোনে বন্ধ হয়ে গিয়েছে হোয়াটসঅ্যাপ। iOS 9 ও Android 4.0.3-র আগে যা যা Android ও iphone রয়েছে, তাতে WhatsApp চালানো আর সম্ভব হবে না বলে জানিয়েছিল কর্তৃপক্ষ। এই তালিকায় রয়েছে এইচটিসি ডিজায়ার, এলজি অপটিমাস, মোটরওয়ালা ড্রয়েড রেজার, স্যামসং গ্যালাক্সি এসটু। যদি এখনও এগুলিতে হোয়াটসঅ্যাপ কাজ করে, তবে বলতে হবে আপনার কপাল ভালো, কিন্তু তাই বলে নিশ্চিন্ত হওয়ার কিছু নেই। যে কোনও দিন কাজ নাও করতে পারে হোয়াটসঅ্যাপ।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

অতিমারীর মধ্যে দূরে থেকে কিভাবে চলছে পাবলিক রিলেশন জানাচ্ছেন পি.আর বিশেষজ্ঞ অরিন্দম বসু।