ফের বাড়ল দৈনিক করোনা সংক্রমণ ও মৃত্যু, বেড়েছে দৈনিক সুস্থতাও
ফের দৈনিক করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে দেশে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমিত হয়েছেন ১৮,০৮৮ জন। দেশের মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১,০৩,৭৪,৯৩২ জন।গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ২৬৪ জন। গত ২৪ ঘণ্টায় করোনা কাটিয়ে সুস্থ হয়ে উঠেছেন ২১,৩১৪ জন। এদিকে গোটা দেশে করোনা টিকাকরণের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। আগামী সপ্তাহ থেকেই শুরু হচ্ছে করোনা টিকাকরণ অভিযান।

ফের দেশের করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। করোনার নতুন স্ট্রেনে আক্রান্তের সংখ্যা বাড়ছে গোটা দেশে। চেন্নাইয়ে নতুন করে ৪ জন ব্রিটেন ফেরত করোনা ভাইরাসের নতুন স্ট্রেনে আক্রান্ত হয়েছেন। সংক্রমণ বাড়তে থাকায় নতুন করে তৎপরতা শুরু হয়েছে বিভিন্ন রাজ্যে। দেশে মোট করোনা অ্যাক্টিভ রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২,২৭,৫৪৬ জন। দেশে মোট সুস্থ হয়ে উঠেছেন ৯৯,৯৭,২৭২ জন।
এদিকে আগামী সপ্তাহ থেকেই দেশে করোনা ভাইরাসের গণ টিকাকরণ শুরু হয়েছে গোটা দেশে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে গোট দেশে গণটিকাকরণের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। ১৩ জানুয়ারি থেকে গোটা দেশে শুরু হবে গণটিকাকরণ। ইতিমধ্যে এক্সফোর্ডের করোনা ভ্যাকসিন ও ভারত বায়োেটেকের কোভ্যাক্সিনকে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। গণটিকাকরণের ট্রায়াল রান শুরু হয়ে গিয়েছে গোটা দেশে।