ওয়ান ডে ক্রিকেটের ৫০ বছর : কী বলছে ইতিহাস? প্রথম ম্যাচে মুখোমুখি কোন দুই দল? কী হয়েছিল ফল?
ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে চলতে থাকা হাই-ভোল্টেজ বর্ডার-গাভাসকর টেস্ট সিরিজের মধ্যেই চুপিসারে ৫০ বছর পূর্ণ করে ফেলেছে ওয়ান ডে ক্রিকেট। টি-টোয়েন্টির তুমুল জনপ্রিয়তার মধ্যেও যার কৌলিন্যে কোনও দাগ পড়েনি, তার ইতিহাসের দিকে নজর ফেরানো যাক। বিশ্বের প্রথম ওয়ান ডে ম্যাচে কোন দুই দল মুখোমুখি হয়েছে, কবে হয়েছিল সেই ম্যাচ, তা জেনে নেওয়া যাক।

প্রথম ওয়ান ডে ম্যাচ
১৯৭১ সালে বিশ্বের প্রথম ওয়ান ডে ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। প্রথম ম্যাচ অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল ভারত। ৪০ ওভারের ওই ম্যাচ ৫ উইকেটে জিতেছিল অস্ট্রেলিয়া। ম্যাচের সেরা হয়েছিলেন জন এডরিচ।

১৯৭০-৭১ মরসুমের অ্যাসেজ
১৯৭০-৭১ মরসুমে অস্ট্রেলিয়ায় সাত ম্যাচের অ্যাসেজ টেস্ট সিরিজ খেলতে গিয়েছিল ইংল্যান্ড। ১৯৭০ সালের ৩১ ডিসেম্বর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে দুই দলের মধ্যে তৃতীয় টেস্ট ম্যাচ শুরু হয়েছিল। ১৯৭১ সালের ৪ জানুয়ারি ম্যাচ শেষ হওয়ার কথা ছিল। তবে তুমুল বৃষ্টিতে ম্যাচ পুরোপুরি ভেস্তে গিয়েছিল।

দর্শকদের জন্য বিশেষ উদ্যোগ
মেলবোর্নে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যে অ্যাসেজের তৃতীয় টেস্ট দেখার জন্য যারা টিকিট কেটেছিলেন, তাতে টাকা জলে যায়। সঙ্গে ম্যাচ উপভোগ না করতে পারার হতাশা তো ছিলই। সেই সব ক্রিকেট ফ্যানদের জন্য বিশেষ ব্যবস্থা করে আইসিসি। মেলবোর্নেই অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মধ্যে একটি ৪০ ভারের প্রদর্শনী ক্রিকেট ম্যাচ আয়জন করা হয়েছিল।

জনপ্রিয়তায় মুগ্ধ আইসিসি
১৯৭১ সালের ৫ জানুয়ারি অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যে ৪০ ওভারের প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছিল। মাঠে বসে ৪৪ হাজার দর্শক একসঙ্গে বসে খেলা দেখেছিলেন। সেই ম্যাচের সাফল্য দেখে মুগ্ধ হয়েছিল আইসিসি। সেখান থেকেই ওয়ান ডে ফর্ম্যাটের সূত্রপাত হয় বলা চলে। ওই ঘটনার এক বছর পর প্রথম আন্তর্জাতিক ওয়ান ম্যাচ আয়োজন করে বিশ্বের সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থা।