করোনা প্রভাবিত সিডনিতে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট আয়োজনে চ্যালেঞ্জ! ত্রাতা সেই ফেস মাস্ক!
করোনা ভাইরাসে বেশ খানিকটা প্রভাবিত হয়েছে সিডনি। অথচ সেই শহরেই ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে তৃতীয় টেস্ট অনুষ্ঠিত হতে চলেছে। কাজটা যে কঠিন, তা নিয়ে কোনও সন্দেহ নেই। বিশেষ করে মেলবোর্নে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে বক্সিং টেস্ট দেখা এক দর্শক করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় পরিস্থিতি আরও ঘোরালো হয়েছে বলা চলে। এহেন অবস্থায় সিডনিতে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে তৃতীয় টেস্ট চলার সময় অতিরিক্ত সুরক্ষা নেওয়াই সমীচিন বলে মনে করছে প্রশাসন।

ফেস্ক মাস্ক পরতেই হবে
সিডনিতে যে সব দর্শক ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে তৃতীয় টেস্ট দেখতে আসবেন, তাঁদের ফেস মাস্ক বাধ্যতমূলক করে দিয়েছে নিউ সাউথ ওয়েলস সরকার। সঙ্গে রাখতে হবে সানিটাইজার। বিধি লঙ্ঘন করা দর্শকদের মাঠে ঢুকতে দেওয়া হবে না বলেও জানানো হয়েছে। ক্রিকেট প্রেমীদের নিশ্চিত করতে হবে যে বাড়ি থেকে মাঠে পৌঁছনোর পথেও তাঁরা মুখ থেকে মাস্ক নামাননি।

২৫ শতাংশ দর্শক
করোনা ভাইরাসের আবহেও সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে তৃতীয় টেস্ট চলাকালীন মাঠে দর্শকদের ঢুকতে দেওয়া হবে। তবে সুরক্ষার স্বার্থে প্রতিদিনের দর্শক সংখ্যা মাঠের ধারণ ক্ষমতার ২৫ শতাংশ করা হয়েছে। বিশেষ করে মেলবোর্নে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে বক্সিং টেস্ট দেখা এক দর্শক করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় পরিস্থিতি আরও ঘোরালো হয়েছে বলা চলে।

ক্রিকেটারদের জন্য সুরক্ষা বলয়
সিডনি টেস্ট চলাকালীন ভারত ও অস্ট্রেলিয় ক্রিকেটারদের জৈব সুরক্ষা বলয় পালনের কড়া বার্তা দিয়ে রেখেছে অস্ট্রেলিয়া প্রশাসন। ম্যাচ এবং অনুশীলন ছাড়া বাকি সময় দুই দলের ক্রিকেটারদের হোটেল কোয়ারন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ সেই সময় দর্শক কিংবা প্রতিপক্ষ দলের ক্রিকেটারদের সঙ্গে দেখা করা যাবে না।

সিডনি টেস্ট শুরু কবে
আগামী ৭ জানুয়ারি সিডনিতে শুরু হচ্ছে ভারত ও অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্ট। ১-১ ফলে আটকে থাকা সিরিজের তৃতীয় ম্যাচে যে দল জিতবে, তারা অনেকটা এগিয়ে যাবে বলা চলে।
মায়াঙ্কের পরিবর্তে রোহিত, সাইনির অভিষেক, সিডনি টেস্টে ভারতের প্রথম একাদশ কেমন হল?