• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ভারতীয় ক্রিকেটাররা নিয়ম ভাঙেননি, স্পষ্ট জানিয়ে দিলেন দোকান মালিক

  • |

ভারত-অস্ট্রেলিয়া সিরিজের তৃতীয় টেস্টে সিডনির মাঠে বল গড়ানোর আগে, রোহিত-ঋষভদের করোনা বিধি লঙ্ঘন নিয়ে বিতর্ক তুঙ্গে। মেলবোর্নের এক রেস্তোরাঁতে খেতে যাওয়া নিয়ে উত্তেজনার চোরাস্রোত বইছে। অজি মিডিয়া ইতিমধ্য়ে ভারতের পাঁচ ক্রিকেটার যারা রেস্তোরাঁতে খেতে গিয়েছিলেন, তাঁদের সমালোচনায় ধুয়ে দিয়েছেন।

মাস্কহীন বিরাট-হার্দিককে নিয়েও সমালোচনা

মাস্কহীন বিরাট-হার্দিককে নিয়েও সমালোচনা

অজি মিডিয়া এবার মাস্কহীন বিরাট কোহলি এবং হার্দিক পান্ডিয়ার ছবি তুলে ধরে ভারতকে চাপে ফেলতে চেয়েছে। অস্ট্রেলীয় সংবাদমাধ্যমে বারেবারেই ভারতীয় ক্রিকেটারদের কোভিড প্রোটোকল ভাঙা নিয়ে প্রচার চলছে।

কোভিড বিধি ভাঙেননি, জানালেন দোকানদার

কোভিড বিধি ভাঙেননি, জানালেন দোকানদার

সেখানেই এবার অজি মিডিয়ার সাজানো ঘটনার বিরোধীতায় সরব হলেন এক দোকান মালিক। কোহলিরা যে দোকানে গিয়ে কেনাকাটি করেছিলেন, সেখানকার মালিক জানিয়েছেন, সমস্ত নিয়ম মেনে দুই ভারতীয় ক্রিকেটার তাঁর দোকানে যান। তারা কোনওভাবেই কোভিড বিধি ভঙ্গ করেননি।

দোকানের মালিক কী বললেন

দোকানের মালিক কী বললেন

দোকানের মালিক নাথান পনগ্রাস এক ওয়েবসাইটে জানিয়েছেন,'কোহলি, পান্ডিয়া দু'জনেই করোনা নিয়ে সচেতন ছিলেন।সেই কারণেই তারা শারীরিক দূরত্ব মেনে দাঁড়িয়েছিলেন। দোকানে ঠুকে তারা সেভাবেই কেনাকাটা করেছেন। ওরা এখানে কিছুক্ষণ সময় কাটিয়েছিলেন। নিউ সাউথ ওয়েলসে সেসময় কোনও বিধিনিষেধ ছিল না।'

কয়েকজন কর্মীর ওদের সঙ্গে ছবি তুলেছে, যাতে ওরা সেটা পরিবারকে দেখাতে পারে

কয়েকজন কর্মীর ওদের সঙ্গে ছবি তুলেছে, যাতে ওরা সেটা পরিবারকে দেখাতে পারে

এখানেই না থেমে তিনি আরও বলেন, ' ওদের উপহার দিতে চেয়েছিলাম। কিন্তু ওরা সব কিছুই নিল না, দাম দিয়েই সবকিছু কিনেছে। আমাদের কর্মীদের সঙ্গেও বেশ কিছুক্ষণ কথা বলেছে। আমাদের কয়েকজন কর্মীর ওদের সঙ্গে ছবি তুলেছে, যাতে ওরা সেটা পরিবারকে দেখাতে পারে। আমরা গর্বিত ওরা আমাদের দোকানে এসেছে। সেটা দেখানোর জন্যেই ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় দিয়েছিলাম। এখানে কোভিড নিয়ম ভাঙা হয়নি।' প্রসঙ্গত টি-২০ সিরিজের পর হার্দিক পান্ডিয়া আগেই দেশে ফিরে এসেছেন। এরপর বিরাট প্রথম টেস্ট খেলে পিতৃত্বকালীন ছুটি নিয়ে দেশে ফেরেন।

কলকাতাঃ গঙ্গাসাগরে পূর্ণ্যার্থীদের জন্য আশ্রয়স্থল ময়দানে, কোভিড পরীক্ষার ব্যবস্থা

ভোটের মুখে নয়া নামকরণ ভারতীর! শুভেন্দুকে পাশে নিয়ে জানালেন চাকরি ছাড়ার কারণ

English summary
Ind vs Aus: Sydney baby store owner reveals Virat and Hardik Pandya didn't violate biobubble rules
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X