নতুন করোনা স্ট্রেনে ভারতে আক্রান্ত বেড়ে ৭৩, সতর্ক কেন্দ্র
যুক্তরাজ্য থেকে ভারতে যতজন নতুন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এসেছেন সেই সংখ্যা বেড়ে ৭৩ জনে পৌঁছে গিয়েছে। এদিন সরকারি তরফে এমন তথ্য জানানো হয়েছে। এখনও পর্যন্ত করোনা ভাইরাসের বিবর্তিত স্ট্রেনের যে বৈশিষ্ট্য লক্ষ্য করা গিয়েছে তাতে মনে করা হচ্ছে এই নতুন স্ট্রেন ৭০ শতাংশ পর্যন্ত বেশি সংক্রমক।

নানা রাজ্যে সংক্রমণ
যুক্তরাজ্য থেকে যারা ভারতে এই ভাইরাস বহন করে নিয়ে এসেছেন তাঁদেরকে আলাদা স্বাস্থ্য পরিষেবার অন্তর্গত রাখা হয়েছে। দিল্লি, বেঙ্গালুরু, পুনে এবং কলকাতায় এই আক্রান্তের খোঁজ মিলেছে বলে কেন্দ্র আগেই জানিয়েছে।

আক্রান্তদের আইসোলেশন
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী এই সমস্ত আক্রান্ত ব্যক্তিদের নিজের নিজের রাজ্যে আইসোলেশন সেন্টারে রাখা হয়েছে। এবং তাদের সঙ্গে সংস্পর্শে আসা ব্যক্তিদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড়া এই সমস্ত আক্রান্ত ব্যক্তির সঙ্গে যারা ভ্রমণ করেছেন তাদের সম্পর্কে খোঁজখবর নেওয়ার পালা চলছে।

গতবছরের শেষ থেকে আক্রান্তের খোঁজ
গত ২৯ ডিসেম্বর যুক্তরাজ্য থেকে ভারতে ফেরা ছয়জনের শরীরে নতুন করোনা ভাইরাসের দেখা মিলেছে। তারপর থেকে এতজন মানুষ এই নতুন ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে খোঁজ মিলেছে।

সেন্ট্রাল ভিস্তা প্রকল্পে আপত্তির কথা জানিয়েছেন বিচারপতি সঞ্জীব খান্না