মায়াঙ্কের পরিবর্তে রোহিত, সাইনির অভিষেক, সিডনি টেস্টে ভারতের প্রথম একাদশ কেমন হল?
প্রত্যাশা মতোই সিডনি টেস্টে মায়াঙ্ক আগরওয়ালের পরিবর্তে টিম ইন্ডিয়ার টেস্ট একাদশে প্রত্যাবর্তন ঘটল রোহিত শর্মার। আইপিএলের পর ফের বাইশ গজে দেখা যাবে হিটম্যানকে। টি নটরাজন, শার্দুল ঠাকুরকে হারিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাসকর ট্রফির তৃতীয় টেস্টে মাঠে নামার মাধ্যমে ভারতীয় দলের হয়ে অভিষেক ঘটবে ফাস্ট বোলার নভদীপ সাইনির। নিয়ম মেনে একদিন আগেই সিডনি টেস্টের জন্য প্রথম একাদশ ঘোষণা করল টিম ইন্ডিয়া।

মায়াঙ্কের পরিবর্তে রোহিত
অ্যাডিলেড ও মেলবোর্ন টেস্টে ব্যাট হাতে হতশ্রী পারফরম্যান্স করা মায়াঙ্ক আগরওয়াল যে সিডনি টেস্টে বাদ পড়বেন, তা প্রত্যাশিতই ছিল। পরিবর্তে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে রোহিত শর্মার প্রত্যাবর্তন ঘটার অপক্ষায় বসেছিল ক্রিকেট মহল। ঠিক তেমনটই ঘটেছে। সিডনি টেস্টে সহ-অধিনায়ক হিসেবে ভারতীয় দলে সুযোগ পেয়েছেন হিটম্যান। তরুণ শুভমান গিলে সঙ্গে তিনি ইনিংস শুরু করবেন অভিজ্ঞ রোহিত শর্মা।

সুযোগ পেলেন সাইনি
উমেশ যাদব চোট পেয়ে দেশে ফিরে এলে তাঁর পরিবর্তে কে খেলবেন, তা নিয়ে জল্পনা চলছিল বেশকিছু দিন ধরে। বাঁ-হাতি ফাস্ট বোলার টি নটরাজন, ডান হাতি নভদীপ সাইনি এবং শার্দুল ঠাকুরের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। সবশেষে শেষ হাসি হাসলেন সাইনি। ভারতীয় দলের হয়ে অভিষেক ঘটতে চলেছে দিল্লির ফাস্ট বোলারের।

বাকি দল অপরিবর্তিত
সিডনি টেস্টের জন্য ভারতীয় দলে মাত্র দুটি পরিবর্তন ঘটানো হয়েছে। বাকি দল মোটামুটি অপরিবর্তিত রাখা হয়েছে। মেলবোর্নে অস্ট্রেলিয়াকে হারিয়ে বর্ডার-গাভাসকর ট্রফিতে সমতা এনেছিল ভারতীয় ক্রিকেট দল। সিডনিতে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে আশা ক্রিকেট প্রেমীর।
|
ভারতের প্রথম একাদশ
শুভমান গিল, রোহিত শর্মা, চেতেশ্বর পূজারা, অজিঙ্ক রাহানে (অধিনায়ক), হনুমা বিহারী, ঋষভ পন্থ (উইকটরক্ষক), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রণ অশ্বিন, জসপ্রীত বুমরাহ, নভদীপ সাইনি, মহম্মদ সিরাজ।