২০২১-এ কার ভাগ্যে শিকে ছিঁড়বে, তৃণমূল ও বিজেপির সমীক্ষায় পরস্পরবিরোধী দাবি
২০২১-এ কার ভাগ্যে শিকে ছিঁড়বে! কে জিতবে ২০২১-এর বিধানসভা নির্বাচন। আবার মমতার প্রত্যাবর্তন নাকি এবার ফের পরিবর্তন- তা নিয়ে চর্চা চলছে অবিরত। তারই মাঝে প্রতিদ্বন্দ্বী দুই দলই হাজির তাদের সমীক্ষা নিয়ে। অভ্যন্তরীণ সমীক্ষায় তৃণমূল ও বিজেপি দাবি করছে, একুশের নির্বাচনে জয়ী হবেন তাঁরাই।

অভ্যন্তরীণ সমীক্ষা আর টার্গেটের বিস্তর ফারাক
বিজেপির লক্ষ্যমাত্রা বাংলায় ২০০ আসনে দিতে ক্ষমতা দখল করা। আর তৃণমূল কংগ্রেস এবার লক্ষ্যমাত্রা রেখেছে আরও বেশি আসনে জয়। তাঁদের টার্গেট ২২৫ আসন। সেই লক্ষ্য নিয়েই দল সাজাচ্ছে তাঁরা। দলবদলও হচ্ছে এই লক্ষ্যপূরণের উদ্দেশ্যে। তবে অভ্যন্তরীণ সমীক্ষা আর টার্গেটের মধ্যে থাকছে বিস্তর ফারাক।

শুভেন্দুর দলত্যাগেও বিজেপির স্বপ্ন ধুলিসাৎ
আর তিন মাস পরেই ভোট। তার আগে তৃণমূলের বুথ ফেরত সমীক্ষা বলছে, বাংলায় আটকাবে না মমতার হ্যাটট্রিকের বিজয়রথ। অর্থাৎ আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই বাংলায় সরকার গড়বে তৃণমূল। তৃণূমূলেরও অভ্যন্তরীণ সমীক্ষা রিপোর্ট সাফ জানিয়েছে, শুভেন্দুর দলত্যাগ সত্ত্বেও বিজেপির স্বপ্নকে ধুলোয় মিশিয়ে নিরুঙ্কুশ সংখ্যাগরিষ্ঠা নিয়ে ক্ষমতায় ফিরছেন মমতা বন্দ্যোপাধ্যায়ই।

তৃণমূলের অভ্যন্তরীণ সমীক্ষার রিপোর্ট কার কত
তৃণমূলের অভ্যন্তরীণ সমীক্ষার রিপোর্ট বলছে ১৯০টি আসনে জিতে ক্ষমতায় আসবে তৃণমূল। গতবারের থেকে সেক্ষেত্রে আসন একটু কমবে। কিন্তু জয় আটকাবে না। আর সমীক্ষায় প্রকাশ বিজেপি পেতে পারে ৯৮টি আসন আর কংগ্রেস পেতে পারে বাকি ৬টি আসন। সিপিএম তথা বামেরা এবার একটি আসনও পাবে না।

বিজেপির অভ্যন্তরীণ সমীক্ষা রিপোর্ট যা বলছে
বিজেপির অভ্যন্তরীণ সমীক্ষা রিপোর্ট বলছে, বাংলায় এবার পরিবর্তন আসন্ন। তবে বিপুল সংখ্যাক আলন মিলবে না বিজেপির। অভ্যন্তরীণ সমীক্ষা রিপোর্ট বলছে, বিজেপি পেতে পারে ১৩০ থেকে ১৫২টি আসন। ম্যাজিক ফিগার পেরিয়ে যাচ্ছে বিজেপি। ফলে পরিবর্তনের সমূহ সম্ভাবনা রয়েছে। খুব খারাপ হলে ১৩০টি আসন পাবে বিজেপি। সেক্ষেত্রে তৃণমূলের ভাগ্যে শিকে ছিঁড়তে পারে।

প্রশান্ত কিশোরের দাবি আর তৃণমূলের সমীক্ষায় মিল
প্রশান্ত কিশোর সপ্তাহ খানেক আগে দাবি করেছিলেন, এবারও ক্ষমতায় ফিরছে তৃণমূল কংগ্রেস। বিজেপির আসন সংখ্যা দু-অঙ্ক পার হবে না। অর্থাৎ ৯৯-এর মধ্যেই আটকে থাকবে বিজেপি। তারা ১০০-র আঁকড়া ছুঁতে পারবে না। প্রশান্ত কিশোরের সেই দাবির সঙ্গে তৃণমূলের অভ্যন্তরীণ সমীক্ষা হুবহু মিলে গিয়েছে।

বিজেপির দাবিই সত্যি, তৃণমূলের আকাশ-কুসুম কল্পনা
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দাবি করেছেন, তৃণমূল তাঁদের অভ্যন্তরীণ সমীক্ষায় দাবি করেছে ৫১ শতাংশের বেশি ভোট পাবে। যা অবাস্তব। আগে কোনওদিন পায়নি ৫০ শতাংশের বেশি ভোট। আর এবার যখন দল থেকে প্রতিদিনই একজন করে আউট হয়ে যাচ্ছে, তখন দাবি করছে ৫১ শতাশ ভোটে জিতে ক্ষমতায় আসবে। দেখবেন বিজেপির দাবিই ঠিক হবে। ২০০-র বেশি আসনে জিতে ক্ষমতায় আসবে বিজেপি।
'যত মত তত পথ', লক্ষ্মীর পদত্যাগের পর হাওড়ায় বিদ্রোহী আরও এক নেতা, চরমে তৃণমূলের কোন্দল