তাপমাত্রা নামতে পারে ৫ ডিগ্রি! উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার রিপোর্ট একনজরে
বুধবার সকালে শীত (winter) কার্যত উধাও। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা (weather) বেড়েছে রাজ্যের প্রায় সর্বত্র। এদিন কলকাতার ন্যূনতম তাপমাত্রা ১৬.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। আবহাওয়া দফতরের পূর্বাভাস এই তাপমাত্রা আগামী দিন তিনেকের মধ্যে ১৭ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে।

উত্তর ভারতে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা
উত্তর ভারতে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা। বৃহস্পতিবারেই এই পশ্চিমী ঝঞ্ঝা আঘাত হানতে চলেছে। আগামী ২৪ ঘন্টা পর থেকে উত্তর পশ্চিম ভারতের তাপমাত্রা কমতে থাকবে বলে জানানো হয়েছে। আগামী কয়েকদিনে তাপমাত্রা ৫ ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে।
তবে পশ্চিমবঙ্গ জুড়ে আবহাওয়া মোটামুটি শুকনো। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এদিন ন্যূনতম তাপমাত্রা বেড়েছে অনেক জায়গাতেই। তবে আবহাওয়ার সেরকম কোনও পরিবর্তন হয়নি। সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গেও ন্যূনতম তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি।

উত্তরবঙ্গের আবহাওয়া
বুধবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। আগামী দুদিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের কোনও কোনও জায়গায় মধ্যম মানের কুয়াশা দেখা দিতে পারে। এছাড়া আগামী চার থেকে পাঁচ দিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী ৪৮ ঘন্টা আবহাওয়া শুকনো থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কোনও কোনও জায়গায় আগামী দুদিন মাঝারি ধরনের কুয়াশা থাকতে পারে। আগামী দু থেকে তিনদিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে রাতের তাপমাত্রা তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্রাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ১৩.৪ ( ১২.৪)
বালুরঘাট ৯.২
বাঁকুড়া ১৪.৬ (১৩)
ব্যারাকপুর ১২.৭ ( ১২ )
বহরমপুর ১৪.২ (১১.৬ )
বর্ধমান ১৫ (১৩.৬)
ক্যানিং ১৪.৬ (১৩.৪)
কোচবিহার ১০.৩ (৯.৬)
দার্জিলিং ৬.৪ (৬.২)
দিঘা ১৫.৩ (১৪.১)
কলকাতা ১৬.৪ (১৫.৫)
মালদহ ১৭.১ (১৬)
পানাগড় ১১
পুরুলিয়া ১১.৪ (১১)
শিলিগুড়ি ১৩.৯ (১১.৪)
শ্রীনিকেতন ১২.৪ ( ১১.৯)
ঊর্ধ্বমুখী বিলেতি করোনার গ্রাফ! নয়া স্ট্রেন নিয়ে আতঙ্ক ক্রমেই বাড়ছে দেশজুড়ে