তেকাঠিতে দুর্ভেদ্য দেবজিৎ, প্রথমার্ধে বিপর্যয় বাঁচিয়ে গোয়ার বিরুদ্ধে ড্র করে মাঠ ছাড়ল ইস্টবেঙ্গল
গোয়ার বিরুদ্ধে এসসি ইস্টবেঙ্গলের হয়ে তেকাঠিতে দুর্ভেদ্য দেবজিৎ মজুমদার। যার সুবাদে প্রথমার্ধে শেষে গোয়ের বিরুদ্ধে ০-৪ গোলে পিছিয়ে যাওয়ার বিপর্যয় থেকে বাঁচল ইস্টবেঙ্গল। প্রথমার্ধ শেষে দুই দলই গোলের মুখ খুলতে পারেনি। ইস্টবেঙ্গল ডিফেন্স নিয়ে অবশ্যই আলোচনা করতে হয়।

ম্যাচের প্রথম অর্ধে গোয়া একের পর এক আক্রমণ করে গিয়েছে উল্টোদিকে বারবার ব্যর্থ ইস্টবেঙ্গল ডিফেন্স। ফলে বারবারই দেবজিৎকে তেকাঠিতে ব্যস্ত থাকতে হয়েছে। প্রথমার্ধে গোয়া ইস্টবেঙ্গলের জালে ৬ বার শট নিয়েছে। এই পরিসংখ্যান লাল-হলুদের ডিফেন্সের অবস্থা চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিচ্ছে। এদিন ইতিমধ্য়ে চারটির বেশি সেভ করে এসসি ইস্টবেঙ্গলকে ম্যাচে রেখেছেন লাস্ট ম্যান অফ ডিফেন্স দেবজিৎ মজুমদার।
প্রসঙ্গত লিগে এখনও পর্যন্ত এসসি ইস্টবেঙ্গল মাত্র ১টি ম্যাচ জিততে পেরেছে। অন্যদিকে পরিসংখ্যান বলছে দ্বিতীয়ার্ধে দল ৯টি গোল হজম করেছে। এদিন গোয়ার বিরুদ্ধে তেকাঠি বাঁচিয়ে দল পয়েন্ট সংগ্রহ করতে পারে কিনা, সেটাই এখন দেখার।
উল্টোদিকে গোয়া তাদের ১২টি গোল দেওয়ার ক্ষেত্রে দ্বিতীয়ার্ধে ৮টি গোল করেছে। তারা এদিন সেই ধারা বজায় রেখে ইস্টবেঙ্গলকে শেষ পর্যন্ত হারাতে পারে কিনা, তাকিয়ে ফ্যানেরা।