শ্রীনগর: উপত্যকায় ফের বড়সড় নাশকতার ছক কষছে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলি। সম্প্রতি গোয়েন্দা সূত্রে এমনই খবর মিলেছে। এই খবর পাওয়ার পর থেকে গোটা ভূস্বর্গ জুড়ে নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। সীমান্ত এলাকাগুলিকে কড়া নজরদারির আওতায় আনা হয়েছে। সন্দেহভাজন কাউকে দেখলেই তল্লাশি-জিজ্ঞাসাবাদ চালাচ্ছে সেনা ও পুলিশ।

গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, সীমান্তের ওপারে জঙ্গিদের শতাধিক প্রশিক্ষিত জঙ্গি ঘাঁটি গেড়েছে। প্রবল শীতে বরফপাতের সুযোগ নিয়ে ওই জঙ্গিরা ভারতে ঢোকার চেষ্টা চালাচ্ছে। তাদের এই কাজে পুরোপুরি সাহায্য করছে পাকিস্তান আর্মি।

জঙ্গিদের প্রযুক্তিগত সবরকম সহায়তা দিচ্ছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই। যে কোনও মূল্যে শতাধিক জঙ্গিকে ভারতে ঢোকাতে তৎপর পাকিস্তান। ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে ক্রমাগত গুলিবর্ষণের ছক পাক সেনার। ভারতীয় জওয়ানদের ব্যস্ত রেখে জঙ্গিদের এদেশে ঢোকানোর ছক পাকিস্তানের।

ইতিমধ্যেই সবরকম প্রযুক্তিগত সহায়তা নিয়ে সীমান্তের ওপারে তৈরি শতাধিক জঙ্গি। জম্মু কাশ্মীরে মূলত ভারতীয় নিরাপত্তাবাহিনীকেই টার্গেট করেছে জঙ্গিরা। পুলওয়ামার মতো ভারতীয় নিরাপত্তাবাহিনীর উপর বড়সড় হামলার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তানের মদতপুষ্ট এই জঙ্গিরা। এই কাজে পাকিস্তান আর্মির পাশাপাশি আইএসআই সব ধরনের সহায়তা দিচ্ছে জঙ্গিদের।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

অতিমারীর মধ্যে দূরে থেকে কিভাবে চলছে পাবলিক রিলেশন জানাচ্ছেন পি.আর বিশেষজ্ঞ অরিন্দম বসু।