• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

খুন করে বাংলায় ক্ষমতা দখলের চেষ্টা করছে বিজেপি, মোদী সরকারকে নিশানা করে আক্রমণ তৃণমূলের

খুন করে বাংলায় ক্ষমতা দখলের চেষ্টা করছে বিজেপি। মোদী সরকারকে নিশানা করে আক্রমণে বিঁধলেন তৃণমূল কংগ্রেস সাংসদ কাকলি ঘোষদস্তিদার। তিনি অভিযোগ করেছেন রাজ্যে অশান্তি ছড়াচ্ছে বিজেপি। বাংলার সংস্কৃতি যাঁরা জানেন না সেই বিজেপির পর্যটক নেতারা বাংলায় আসছেন ভোট করাতে। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে যাঁরা প্রশ্ন তুলছেন পাল্টা মোদী সরকারের আমলে দেশে আইনের শাসন তলানিতে এসে ঠেকেছে বলে আক্রমণ শানিয়েছেন কাকলি। দেশের অর্থনীতি তলানিতে এসে ঠেকেছে মোদী সরকারের শাসনকালে।

খুন করে বাংলা দখলের চেষ্টা

খুন করে বাংলা দখলের চেষ্টা

খুন করে হিংসা ছড়িয়ে বাংলা দখলের চেষ্টা করছে বিজেপি। বুধবার সাংবাদিক বৈঠক করে প্রকাশ্যে এমনই অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেস সাংসদ কাকলী ঘোষ দস্তিদার। তিনি অভিযোগ করেছেন বিজেপির পর্যটন নেতারা ভোট করাতে বাংলায় আসছেন। তাঁরা বাংলাকে বিন্দুমাত্র চেনেন না। প্রসঙ্গত উল্লেখ্য গতকাল রামপুরহাটে তৃণমূল নেতার ভাইকে গুলি করে খুন করা হয়েছে। অভিযোগের তির বিজেপির দিকে। অনুব্রত মণ্ডল অভিযোগ করেছেন বিজেপিই গুলি করে খুন করেছে।

মোদী সরকারকে আক্রমণ

মোদী সরকারকে আক্রমণ

সরাসরি মোদী সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ কাকলি ঘোষদস্তিদার। তিনি অভিযোগ করেছেন মোদীর শাসন কালের দেশের আইন তলানিতে এসে ঠেকেছে। বাংলায় হিংসার রাজনীতি চালাচ্ছে বিজেপি। দেশের অর্থনীতিও তলানিতে এসে ঠেকেছে বলে অভিযোগ করেছেন কাকলি ঘোষদস্তিদার। দেশের আইনের শাসন বিধ্বস্ত হয়ে পড়েছে মোদীর শাসনকালী। প্রসঙ্গত উল্লেখ্য রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকেও এই নিয়ে প্রকাশ্যে অভিযোগ করা হয়েছে।

রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন

রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন

রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি নেতারা। বিজেপি কর্মীদের খুন করা হচ্ছে। এই মর্মে অভিযোগ জানিয়ে রাজ্যপালের কাছে নালিশ করেছেন বিজেপি নেতারা। তারপরেই রাজ্যে বাড়তি সিআরপিএফ পাঠানো হয়েছে। ভোটের প্রচারে রাজ্যে যে বিজেপি নেতারা আসবেন তাঁদের নিরাপত্তা দেওয়ার জন্যই এই সিআরপিএফকে ব্যবহার করা হবে বলে জানানো হয়েছে।

নাড্ডার উপর হামলা

নাড্ডার উপর হামলা

রাজ্যে প্রচারে এসে আক্রান্ত হয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। ডায়মন্ড হারবারে তাঁর কনভয়ে হামলা চালানো হয়। এই নিয়ে রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। তারপরেই বাড়তি সিআরপিএম পাঠিয়ে ভিভিআইপিদের নিরাপত্তা বাড়ানো হয়েছে। এই নিয়ে কেন্দ্র-রাজ্য বিবাদ চরমে উঠেছিল।

'আমি যদি অর্থমন্ত্রী থাকতাম...', মমতাকে নিয়ে আত্মজীবনীতে যা লিখেছেন প্রণব মুখোপাধ্যায়

English summary
TMC slams BJP on agrasive politics in Bengal ahed of assembly election 2021
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X