অস্ট্রেলিয়ার ভঙ্গুর ব্যাটিংয়ের বিরুদ্ধে জাঁকিয়ে বসতে হবে, সিডনি টেস্টের আগে রাহানেদের জন্য কী মোটিভেশন গম্ভীর
অস্ট্রেলিয়ার ব্যাটিং দুর্বল, আর এই দুর্বল ব্যাটিংয়ের উপরই জোর আঘাত হানতে হবে! সিডনি টেস্টে বল গড়ানোর কয়েক ঘণ্টা আগে ঠিক এমনটাই বললেন গৌতম গম্ভীর। পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, মেলবোর্নের মতো সিডনিতে ভারত বল হাতে জ্বলে উঠতে পারলে, সিরিজে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগে সামনে দাঁড়িয়ে রাহানেরা।

দলগত দুশোর গণ্ডি পার করতে পারেনি অস্ট্রেলিয়া
ভারতের বিরুদ্ধে সিরিজে এখনও পর্যন্ত অস্ট্রেলিয়া চারবার ব্যাটিং করলে এখনও একবারের জন্যেও দল দলগত দুশোর রানের গণ্ডি পার করতে পারেনি। টিম পেইনের দলের এটি অন্যতম বড় দুর্বলতা। অজিদের এই দুর্বল ব্যাটিং নিয়ে ইতিমধ্যে পন্টিং থেকে শুরু করে অজিদের একাধিক প্রাক্তনী সমালোচনা শুরু করেছেন। এবার এই দুর্বল ব্যাটিংয়ে আঘাত দিয়েই ভারতকে মেলবোর্নের মতো সিডনিতেও ম্যাচ জিতে নিতে হবে, বার্তা দিলেন গম্ভীর।

কী বললেন গম্ভীর
গম্ভীর বলেন,'মেলবোর্নের জয় ভারতকে আত্মবিশ্বাসী করে তুলেছে। অজিদের এই ব্যাটিং লাইন আপে অনেক দুর্বলতা রয়েছে। এই অস্ট্রেলিয়ার থেকে ইংল্যান্ড অনেক ভালো। নিউজিল্যান্ডও পেইনদের ব্যাটিংয়ের থেকে ভালো খেলছে। ভারত তো অবশ্যই অজিদের থেকে এখন ব্যাটিংয়ে এগিয়ে রয়েছে বলতে হবে।'

এখনকার দলে, তাঁর সময়ের অস্ট্রেলিয়ার কোনও ছাপ নেই
সঙ্গে গম্ভীর আরও বলেন, 'আগে বিশ্ব ক্রিকেটে অস্ট্রেলিয়ার যে ব্যাটিং দেখে এসেছে, তা এখন আর দেখাই যায় না। ভারতীয় বোলিং এই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দাপট দেখাতে পারলেই ম্যাচ পকেটে পুরে নিতে পারে।'

একনজরে ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার চার ইনিংস
অ্যাডিলেড ও মেলবোর্ন টেস্ট মিলিয়ে চার ইনিংসে অস্ট্রেলিয়া এখনও পর্যন্ত ১৯১, ৯৩ ও মেলবোর্নে ১৯৫ ও ২০০ রান হাঁকিয়েছে। সব মিলিয়ে এই চার ইনিংসে টিম পেইনের দল এখনও পর্যন্ত দলগতভাবে দুশোর গণ্ডি পার করতে পারেনি।
