• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

শোভনের সঙ্গে গোপন বৈঠকে তৃণমূল নেতারা! মিছিলে গরহাজিরার পর আরও এক জল্পনা

শোভন চট্টোপাধ্যায়ের বাড়িতে গোপন বৈঠক করেন তৃণমূল নেতারা। তৃণমূলের বিধায়ক থেকে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ও অন্যান্য জনপ্রতিনিধিরাও উপস্থিত সেই বৈঠকে। বিজেপির মিছিলে শোভন চট্টোপাধ্যায় গরহাজির থাকার পর তাঁর বাড়িতে তৃণমূল নেতাদের নিয়ে বৈঠককে ঘিরে জোর জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।

শোভন-বৈশাখী কোনও এক অদৃশ্য কারণে যাননি মিছিলে

শোভন-বৈশাখী কোনও এক অদৃশ্য কারণে যাননি মিছিলে

সাড়ে ১৬ মাস আগে বিজেপিতে যোগ দেওয়ার পর শোভন চট্টোপাধ্যায় সবেমাত্র পদ পেয়েছেন। কলকাতা জোনের পর্যবেক্ষকের দায়িত্ব নেওয়ার পর তাঁর প্রথম আত্মপ্রকাশ করার কথা ছিল সোমবার। ১২ কিলোমিটার পথ মিছিল করে যাওয়ার কথা ছিল বিজেপির সদর দফতরে। কিন্তু শোভন-বৈশাখী কোনও এক অদৃশ্য কারণে সেই মিছিলে উপস্থিত হননি।

বেসুরো বিধায়ক দীপক হালদারের সঙ্গে বৈঠক শোভনের

বেসুরো বিধায়ক দীপক হালদারের সঙ্গে বৈঠক শোভনের

এদিকে শোভন চট্টোপাধ্যায় মঙ্গলবার গোপন বৈঠক করলেন তৃণমূলের বিক্ষুব্ধ বিধায়ক দীপক হালদারের সঙ্গে। তাঁর সঙ্গে আবার ছিলেন জেলাপরিষদ কর্মাধ্যক্ষ-সহ অনেক সাঙ্গপাঙ্গ। কী কারণে এই বৈঠক। কয়েকদিন আগেই দীপক হালদার বেসুরো গেয়েছিলেন। তাঁর বিজেপিতে যোগদান নিয়েও জল্পনা তৈরি হয়েছিল।

শোভনের তলে তলে যোগ রয়েছে তৃণমূল নেতৃত্বের সঙ্গে!

শোভনের তলে তলে যোগ রয়েছে তৃণমূল নেতৃত্বের সঙ্গে!

এখানেই শেষ নয়, ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাতেও তিনি উপস্থিত ছিলেন না। তারপর প্রশান্ত কিশোর তাঁর সঙ্গে বৈঠক করেন। তখনকার মতো জল্পনার অবসান ঘটে। কিন্তু এদিন শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে গোপন বৈঠকের পর প্রমাণিত তলে তলে যোগ রয়েছে দীপক হালদার-সহ তৃণমূল নেতৃত্বের।

শোভন-অনুগামীরা বিজেপিতে সক্রিয় হবেন বলাই বাহুল্য

শোভন-অনুগামীরা বিজেপিতে সক্রিয় হবেন বলাই বাহুল্য

তবে কি শোভন চট্টোপাধ্যায় মিছিলে গরহাজির থাকলেও তলে তলে কাজ শুরু করে দিলেন বিজেপির হয়ে। তিনি বিজেপির পর্য়বেক্ষক হয়েছেন। তাঁর অনুগামীরা এবার বিজেপিতে সক্রিয় হবেন, তা বলাই বাহুল্য। সেইমতো তিন কি অনুগামীদের একত্রিত করে বিজেপির হয়ে রাজনীতির ময়দানে নামতে চলেছেন?

শোভনদা বিজেপিতে থাকতে পারেন, সম্পর্ক বহুদিনের!

শোভনদা বিজেপিতে থাকতে পারেন, সম্পর্ক বহুদিনের!

যদিও দীপক হালদার বিজেপি-যোগের জল্পনা একেবারেই উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, বিজেপিতে তাঁরা যোগ দেবেন না। শোভনদা বিজেপিতে থাকতে পারেন। তাঁর সঙ্গে তো সম্পর্ক বহুদিনের। তাই দেখা করতে এসেছিলাম। জয়নগরের মোয়াও দিয়ে গেলাম। সৌজন্য সাক্ষাৎ হল। এছাড়া আর কিছু নয়। যদিও দু-ঘণ্টার বৈঠক কি শুধুই সৌজন্য বিনিময়েই, তার কোনও উত্তর মেলেনি।

বিজেপির মিছিলে গেলেন না, তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠক

বিজেপির মিছিলে গেলেন না, তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠক

দীর্ঘ টালবাহানার পর বিজেপিতে পদ মিলেছে শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের। তারপর সোমবার তাঁদের গেরুয়া জার্সিতে রাজনৈতিক ময়দানে নামার কথা ছিল। তাঁদের স্বাগত জানানোর মিছিলেই উপস্থিত হননি শোভন-বৈশাখী। কিন্তু কেন বিজেপির মিছিলে গেলেন না, তারপর দিন কেন আবার তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠক করলেন, তা নিয়ে জল্পনা কিন্তু চলছেই।

Positive Story : রাজ্যে কমছে করোনা সংক্রমিত ও মৃতের সংখ্যা

'লক্ষ্মীহারা’ তৃণমূলের নয়া সভাপতি মনোনয়ন, একুশের আগে কে বসলেন হটসিটে

English summary
TMC leaders of South 24 Pargana meet with Sovan Chatterjee, speculation growing on
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X