অভিষেকের গড়ে তৃণমূল ভেঙে তছনছ হতে চলেছে! শোভন-কাণ্ডের পর মরিয়া বিজেপি
শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছিলেন। বলেছিলেন তোলাবাজ ভাইপো হটাও। পরে সেই স্লোগানের মাত্রা আরও বাড়িয়ে তিনি জানান, অভিষেকের গড়ে গিয়েই যোগ্য জবাব দেবেন তিনি। তেমনই পরিস্থিতি তৈরি হতে চলেছে বলে জল্পনা বিজেপিতে শোভন-কাণ্ডের পর।

শোভনের গরহাজিরার পর ধাক্কা খেতে পারে তৃণমূল
শোভন চট্টোপাধ্যায় সোমবার বিজেপির মিছিলে গরহাজির থাকায় যে অস্বস্তিকর অবস্থা তৈরি হয়েছিল, তারপর বিজেপি কড়া পদক্ষেপ নেয়। শোভনের বাড়িতে গিয়ে বিজেপি নেতারা দীর্ঘক্ষণ বৈঠক করেন। সেই বৈঠকের পর মঙ্গলবার এমনই পরিস্থিতি তৈরি হল যে, যার ফলে তৃণমূল কংগ্রেস পাল্টা ধাক্কা খেতে পারে।

শোভন দলবদলের জল্পনা বাড়িয়ে দিলেন
শোভন চট্টোপাধ্যায় সম্প্রতি বিজেপিতে কলকাতা জোনের দায়িত্ব পেয়েছেন। এই পরিস্থিতিতে তাঁর বাড়িতে গোপন বৈঠক করে গেলেন তৃণমূল নেতারা। সেই দলে রয়েছেন তৃণমূলের বিধায়ক থেকে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ও অন্যান্য জনপ্রতিনিধিরাও। বিজেপির মিছিলে অনুপস্থিত থাকার পরদিনই শোভন চট্টোপাধ্যায় তৃণমূল নেতাদের নিয়ে বৈঠক করে দলবদলের জল্পনা বাড়িয়ে দিলেন।

বিক্ষুব্ধ বিধায়ক কি তবে বিজেপিতে যোগ দেবেন
শুভেন্দু-পর্বেই বেসুরো বেজেছিলেন বিধায়ক দীপক হালদার। সেই তিনিই এবার গোপনে তাঁর প্রাক্তন জেলা সভাপতি শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে মঙ্গলবার গোপন বৈঠক করলেন। তৃণমূলের বিক্ষুব্ধ বিধায়ক দীপক হালদার কি তবে বিজেপিতে যোগ দেবেন, তারপর থেকেই জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

শোভনের সঙ্গে তলে তলে যোগাযোগ তৃণমূল নেতাদের
বিদ্রোহী বিধায়ক দীপক হালদারের সঙ্গে জেলাপরিষদ কর্মাধ্যক্ষ-সহ অনেক পদাধিকারী গিয়েছিলেন শোভন চট্টোপাধ্যায়ের বাড়িতে। কী কারণে এই বৈঠক, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। কয়েকদিন আগেই দীপক হালদার বেসুরো গেয়েছিলেন। তাঁর বিজেপিতে যোগদান নিয়েও জল্পনা তৈরি হয়েছিল। এদিনের বৈঠক প্রমাণ করল শোভনের সঙ্গে তলে তলে যোগাযোগ রেখেছেন তৃণমূল নেতারা।

গোপন বৈঠকে বিজেপি-যোগ ফের সামনে এসে গেল
তৃণমূল বিধায়ক দীপক হালদার ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাতেও উপস্থিত ছিলেন না। তারপর প্রশান্ত কিশোর তাঁর সঙ্গে বৈঠক করেন। তখনকার মতো জল্পনার অবসান ঘটে। কিন্তু এদিন শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে গোপন বৈঠকের পর তাঁর বিজেপি-যোগ ফের সামনে এসে গেল।

বিজেপি নেতাদের ধমকানিতেই কি কাজ হল?
শোভন চট্টোপাধ্যায় সোমবারের মিছিলে গরহাজির থেকে বিজেপিকে অপদস্থ করলেও, তারপর বিজেপি নেতাদের ধমকানিতেই হয়তো তড়িঘড়ি সক্রিয় হলেন। তিনি ২৪ ঘণ্টার মধ্যেই কাজ শুরু করে দিলেন বিজেপির হয়ে। তিনি বিজেপির পর্যবেক্ষক হয়েছেন কলকাতা জোনের। ফলে তিনি তাঁর অনুগামীদের এবার বিজেপিতে সক্রিয় করতে শুরু করে দিলেন।

শোভনকে কাজে লাগিয়ে অভিষেকের গড় ভাঙবে বিজেপি
শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে বিধায়ক দীপক হালদার ও অন্যান্যদের বৈঠকে অনেকটাই স্পষ্ট হল এবার অভিষেকের গড়েও ভাঙন ধরতে চলেছে। তৃণমূলকে ভাঙিয়েই বিজেপি শক্তি বাড়ানোর খেলা চালিয়ে যাবে ২০২১-এর ভোট পর্যন্ত। শুভেন্দু-গড়ের পর এবার শোভনকে কাজে লাগিয়ে অভিষেকের গড় ভেঙে তছনছ করাই বিজেপির লক্ষ্য।