কলকাতা: কলকাতায় একদিনে আক্রান্তের তুলনায় সুস্থতার সংখ্যা বেশি৷ গত ২৪ ঘন্টায় কমেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা৷ করোনা আবহে বরাবরই শহর কলকাতা প্রথম স্থানে রয়েছে৷ পাশাপাশি দ্বিতীয় স্থানে থাকা উত্তর ২৪ পরগণায়ও দৈনিক সংক্রমণ ও মৃতের সংখ্যা কমছে৷
মঙ্গলবার সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য ভবন বুলেটিনের তথ্য অনুযায়ী,কলকাতায় করোনায় একদিনে মাত্র ৪ জনের মৃত্যু হয়েছে৷ কিছুদিন আগেও এই দৈনিক সংখ্যাটা ১০ এর উপরে ছিল৷ এদিনের পরিসংখ্যান বলছে কলকাতায় মোট মৃতের সংখ্যা বেড়ে ২,৯৮৪ জন৷ অন্যদিকে উত্তর ২৪ পরগণায় একদিনে ৮ জনের মৃত্যু হয়েছে৷ তারফলে এই জেলায় মোট মৃতের সংখ্যা বেড়ে ২,৩৭৩ জন৷
গত ২৪ ঘন্টায় কলকাতায় মাত্র ১৯৯ জন নতুন করে সংক্রমিত হয়েছেন৷ এক সময় এই সংখ্যাটা প্রায় ৬০০ ছিল৷ তবে শহরে মোট আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ২৪ হাজার ৩৬১ জন৷ এছাড়া উত্তর ২৪ পরগণায় একদিনে আক্রান্ত ২৩৭ জন৷ মোট আক্রান্ত ১ লক্ষ ১৭ হাজার ৮৪৪ জন৷
তবে কলকাতা ও উত্তর ২৪ পরগণায় আক্রান্তের তুলনায় সুস্থতার সংখ্যা বেশি৷ কলকাতায় একদিনে ৩২৯ জন সুস্থ হয়ে উঠেছেন৷ তারফলে মোট সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ১৯ হাজার ৩৪৬ জন৷ আর উত্তর ২৪ পরগণায় গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ২২৮ জন৷ এই জেলায় মোট ১ লক্ষ ১৩ হাজার ৬৬০ জন সুস্থ হয়ে উঠেছেএই মূহুর্তে শহরে অ্যাক্টিভ আক্রান্ত (চিকিৎসাধীন) এর সংখ্যা কমে ২,০৩১ জন৷
গত ২৪ ঘন্টায় কমেছে ১৩৪ জন৷ অন্যদিকে উত্তর ২৪ পরগণায় অ্যাক্টিভ আক্রান্ত (চিকিৎসাধীন) এর সংখ্যাটা কমে ১,৮১১ জন৷ একদিনে কমেছে মাত্র এক জন৷ অন্যদিকে মঙ্গলবার সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য ভবন বুলেটিনের তথ্য অনুযায়ী,একদিনে রাজ্যে মৃত্যু হয়েছে ২৪ জনের৷
মোট মৃতের সংখ্যা বেড়ে ৯ হাজার ৮৪১ জন৷ গত ২৪ ঘন্টায় আক্রান্ত মাত্র ৮১২ জন৷ বাংলায় মোট আক্রান্তের সংখ্যাটা বেড়ে ৫ লক্ষ ৫৬ হাজার ৩৮৪ জন৷ রাজ্যে একদিনে সুস্থ হয়ে উঠেছেন ১,১৬৬ জন৷ রাজ্যে মোট সুস্থ হয়ে উঠেছেন ৫ লক্ষ ৩৭ হাজার ২৫০ জন৷
আর সুস্থতার হার বেড়ে ৯৬.৫৬ শতাংশ৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটা কমে ১০ হাজারের নিচে৷ তথ্য অনুযায়ী,৯ হাজার ২৯৩ জন৷ এই পর্যন্ত বাংলায় করোনা নমুনা টেস্ট হয়েছে সাড়ে ৭২ লক্ষের বেশি৷ তথ্য অনুযায়ী ৭২ লক্ষ ৬৬ হাজার ৩৮ টি৷
ফলে প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় টেস্টের সংখ্যা বেড়ে হল ৮০,৭৩৪ জন৷ একদিনে ৩০ হাজার ৭১২ টি টেস্ট হয়েছে৷ এই মুহূর্তে সরকারি এবং বেসরকারি মিলিয়ে রাজ্যে ৯৮ টি ল্যাবরেটরিতে করোনা টেস্ট হচ্ছে৷ আরও ১ টি ল্যাবরেটরি অপেক্ষায় রয়েছে৷
বি: দ্র: – প্রতিদিন সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য ভবন থেকে যে বুলেটিন প্রকাশিত হয়,সেখানে আগের দিন সকাল ৯ টা থেকে বুলেটিন প্রকাশিত হওয়ার দিন সকাল ৯ টা পর্যন্ত তথ্য উল্লেখ করা হয়৷
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.