বিজ্ঞাপনে এই প্রথম ধোনি-জিভা কেমিষ্ট্রি, দেখুন ক্যামেরার সামনে কেমন অভিনয় জিভার
সোশ্যাল মিডিয়ায় ধোনির মেয়ে জিভাকে নিয়ে বেশ উন্মাদনা রয়েছে। স্টার কিড জিভার মিষ্টি ছবি বা ভিডিও পোস্ট করলেই লাইক কমেন্টের ঝড় বয়ে যায়। লকডাউনে বাবার সঙ্গে জিভাকে বাইক রাইড করতে দেখার ভিডিও এভাবেই ভাইরাল হয়েছিল। এবার ধোনির সঙ্গে প্রথমবার বিজ্ঞাপনের এক ফ্রেমে জিভা।

হ্যাঁ, ধোনি-জিভার খুনসুটির বিষয়ই এবার জনপ্রিয় বিস্কুট প্রস্তুতকারক সংস্থার বিজ্ঞাপনের প্রধান মুখ। এর আগে ধোনির সঙ্গে বিজ্ঞাপনে স্ক্রিন শেয়ার করেছেন সাক্ষী। কিন্তু জিভা এখনও ধোনির সঙ্গে ক্রিন ভাগ করে নিতে পারেনি। এবার জিভার সামনে সেই সুযোগ এসে গেল। এবার ওরিও নামের এক বিস্কুটের বিজ্ঞাপনে একসঙ্গে ধোনি-জিভা।
জিভার চুলের বাহার থেকে ড্রেসিং, মিষ্টি হাসি থেকে তাঁর কথা বলা! ধোনিকে ছাপিয়ে ওরিও-র নতুন বিজ্ঞাপনে জিভাই মুখ্য চরিত্র হয়ে ওঠেছে। শুধু তাই নয়, জিভাকে এই বিজ্ঞাপনে ধোনির সঙ্গে একাধিক ভাষাতে কথা বলতেও দেখা গিয়েছে। ক্যামেরা ফেস করার ক্ষেত্রেই জিভাকে কোনও জড়তার মধ্য়ে পড়তে দেখা যায়নি। এবার এই বিজ্ঞাপনের হাত ধরেই নেটিজেনদের ভালোবাসার পাত্রী হওয়ার আরও একধাপ এগিয়ে গেলেন জিভা।
এফসি গোয়ার জয়ের ধারা অব্যাহত রাখতে পারবে কি এসসি ইস্টবেঙ্গল? পাল্লা ভারী কোন দলের এবং কেন?