মুম্বই : গোটা দিন ধরে শেয়ার সূচকের ওঠানামা থাকলেও শেষমেষ সেনসেক্স উঠে নয়া রেকর্ড গড়ল মঙ্গলবার। দিনের শেষে নয়া রেকর্ড উচ্চতায় পৌঁছে গেলেও প্রথমার্ধে বাজার নিচে নেমে গিয়েছিল। ব্যাংক এবং তথ্য-প্রযুক্তি সংস্থার শেয়ারের দাম এদিন বিশেষ করে বৃদ্ধি হতে দেখা গিয়েছে।

দিনের শেষে বিএস ই সেনসেক্স এদিন ২৬১ পয়েন্ট উপরে উঠে অবস্থান করছে ৪৮,৪৩৮ পয়েন্টে। এদিন এইচডিএফসি, অ্যাক্সিস ব্যাঙ্ক, টিসিএস আইসিআইসিআই ব্যাঙ্কের শেয়ারের দাম রীতিমতো বাড়তে দেখা গিয়েছে।

সেনসেক্সের শেয়ারগুলির মধ্যে শীর্ষে রয়েছে অ্যাক্সিস ব্যাঙ্ক যাদের ৬ শতাংশ বৃদ্ধি হয়েছে। অন্যদিকে তার পরেই রয়েছে এইচডিএফসি এবং ইন্ডাসইন্ড ব্যাঙ্ক যাদের বৃদ্ধি ২.৭ শতাংশ।

টিসিএস বেড়েছে ১.৭ শতাংশ। বাজার বন্ধের সময় এদিন নিফটি ৬৬.৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪,১৯৯ স্তরে।এই সূচকটি এদিন এক সময় ১৪,২১৫.৬ পয়েন্টে পৌঁছেছিল।এশিয়ার শেয়ার বাজার এদিন নিচেই ছিল। জাপান চিনের বাজারের সূচক ছিল নিম্নমুখী।

অন্যদিকে ইউরোপের শেয়ারবাজার এদিন নামতে দেখা গিয়েছিল। প্রসঙ্গত, ২০২০ সালটি করোনা অতি মহামারীর বছর হলেও শেয়ার বাজারের লগ্নিকারীদের জন্য শেষমেষ ভালই গিয়েছে। তাদের মোট সম্পদের পরিমাণ বৃদ্ধি পেয়েছে ৩২.৪৯ লক্ষ কোটি টাকা।

করোনা সংক্রমনের ফলে দুনিয়াজুড়ে জীবন এবং জীবিকার উপর প্রভাব ফেলে ছিল। তবু এরই মাঝে লগ্নিকারীদের মনে আশা জাগিয়ে ভারতের শেয়ার বাজারের সূচককে তরতর করে উঠতে দেখা গিয়েছে। তারপর গত শুক্রবার নতুন বছরের শুরুতে শেয়ার সূচকে উঠতেই দেখা গিয়েছে।

তারপরে সোমবারেও বাজারে ইতিবাচক সেন্টিমেন্ট নিয়ে বিরাজ করছে। মঙ্গলবার দিনের মধ্যে যাই উঠানামা থাক না কেন দিনের শেষে সূচক আরও উঠে নতুন রেকর্ড উচ্চতায় পৌঁছে গিয়েছে।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

অতিমারীর মধ্যে দূরে থেকে কিভাবে চলছে পাবলিক রিলেশন জানাচ্ছেন পি.আর বিশেষজ্ঞ অরিন্দম বসু।