সৌরভের হার্ট অ্যাটাক থেকে শিক্ষা নিন, দেশবাসীর জন্য কী বার্তা দেবী শেঠির
সুস্থ সৌরভ। বুধবারই উডল্যান্ডস থেকে ছাড়া পাচ্ছেন মহারাজ। দেবী শেঠি ও তাঁর টিম এদিন সৌরভকে পর্যবেক্ষণ করেন। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ, বুধবারই সৌরভ বাড়ি ফিরতে চলেছেন বলে জানিয়ে দেওয়া হয়। তার আগে বিখ্যাত হার্ট সার্জেন দেবী শেঠিকে দিয়ে দেশবাসীর জন্যে বার্তা দিলেন মহারাজ।

কী বললেন দেবী শেঠি
দেশবাসীর উদ্দেশে দেবী শেঠি বলেন, 'সৌরভ ভালো আছেন। কিন্তু সৌরভের ঘটনা আমাদের চোখ খুলে দিল। দেশবাসী সাবধান হন। দেশের মানুষের কাছে এটাই আজ বার্তা। সৌরভের মতো ফিট, স্পোর্টসম্যান যদি হৃদরোগে আক্রান্ত হয়ে কাবু হতে পারেন, সেক্ষেত্রে সাধারণ মানুষের কথা ভাবুন। শুধুমাত্র প্রতিদিন শরীর চর্চার রেওয়াজ করলেই হবে না।'

নিয়মিত ডাক্তারদের পরামর্শে বছরে অন্তত একবার হৃদপিণ্ডের পরীক্ষা জরুরী
সঙ্গে দেবী শেঠি আরও বলেছেন, 'শরীর চর্চার পাশাপাশি নিয়মিত ডক্তর দেখান, হার্টের যত্ন নিন। সেক্ষেত্রে বছরে একবার অন্তত হৃদপিণ্ড কেমন কাজ করছে, সেটা ডাক্তারের পরামর্শ পরীক্ষা করান। সৌরভ নিয়মিত শরীরচর্চা করেন, কিন্তু এত বড় স্পোর্টসম্যান নিয়মিত হৃদপিণ্ড কেমন কাজ করছে শেষ কয়েক বছরে পরীক্ষা করে দেখেননি। সেই কারণেই এই অঘটনের মুখে পড়তে হয়েছে।'

সৌরভের ঘটনা থেকে শিক্ষা নিক দেশ
সৌরভের ডাক্তার আরও জানিয়েছেন, 'সৌরভ নিয়মিত বছরে অন্তত একবার হার্টের পরীক্ষা করালে তাঁর তিনটি ব্লকেজ অনেক আগেই ধরা যেত। আর সেক্ষেত্রে আগেই চিকিৎসা শুরু করা যেত। তখন আজকের দিনটা দেখতে হত না। সৌরভ ভুল করেছেন, কিন্তু এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে দেশবাসীর কাছে বার্তা, আপনারা নিজেদের যত্ন নিন। নিয়মিত হৃদপিণ্ডের খেয়াল রাখুন।'

সৌরভের ঘটনা থেকে সচেতন হন, বার্তা ডাক্তারদের
এখানেই না থেমে দেবী শেঠি আরও বলেন, 'সৌরভের মতো ক্রিকেট ব্যক্তিত্ব মদ, সিগারেটের নেশা করতেন না। সেই কারণেই তাঁর ধমনীর অল্প অংশে ব্লকেজ ধরা পরে। যারা নেশা করেন, এমন অনেকেরই ধমনীর দীর্ঘ অংশ জুড়ে ব্লকেজ ধরা পরে। সৌরভের ঘটনা থেকে আজ আমাদের প্রত্যেকের সচেতন হওয়া প্রয়োজন। '