• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

আইএসএল ২০২১: ১৫ মিনিটে জোড়া গোল হজম বেঙ্গালুরুর, মুম্বইয়ের সামনে প্রথমার্ধে বিপর্যস্ত সুনীলরা

  • |

আইএসএল ২০২১তে নতুন বছরের শুরুটা একেবারেই ভালো হল না বেঙ্গালুরু এফসির। মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বেঙ্গালুরু নতুন বছরে লিগ অভিযান শুরু করেছে। আর সেই ম্যাচের প্রথমার্ধেই জোড়া গোল হজম করে বিপাকে সুনীল ছেত্রীরা।

আইএসএল ২০২১: ১৫ মিনিটে জোড়া গোল হজম বেঙ্গালুরুর, মুম্বইয়ের সামনে প্রথমার্ধে বিপর্যস্ত সুনীলরা

ম্যাচের প্রথম ১৫ মিনিটেই জোড়া গোল হজম। মুম্বইয়ের হয়ে মোর্তাদা ফল ৯ মিনিটের মাথায় গোল করে য়ান। এরপর ১৫ মিনিটের মাথায় গোল বিপিন সিংয়ের। আইএসএলে মঞ্চে ম্যাচের প্রথম পনোরো মিনিটে সুনীলের বেঙ্গালুরু এফসির অতীতে এমন বিপর্যস্ত হওয়ার ঘটনার, বোঝহয় দূরবীন দিয়ে খুঁজে দেখতে হবে। প্রথমার্ধের দুর্বল রক্ষণ স্বাভাবই বেঙ্গালুরু কোচ কুয়াদ্রাতের পরিকল্পনা নিয়েও প্রশ্ন তুলে দিল।

শুরু থেকেই এদিন পাসিং ফুটবলে জোর রেখে মুম্বই দ্রুত দুটি গোল তুলে নেয়। বেঙ্গালুরুর দুর্বল রক্ষণ সেই সঙ্গে বলে দখল না নিতে পারাতেই প্রথমার্ধে পিছিয়ে থেকে তারা মাঠ ছাড়ল। শেষ পর্যন্ত সুনীলের পায়ের যাদুতে দল ঘুরে দাঁড়াতে পারে কিনা, সেটাই এখন দেখার।

English summary
ISL 2020-21 : Mumbai City FC 2-0 lead against bengaluru fc in halftime
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X