আইএসএলে বেঙ্গালুরুর মুখোমুখি মুম্বই, দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ কেমন হতে পারে?
আইএসএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে বেঙ্গালুরু এফসির মুখোমুখি হচ্ছে মুম্বই সিটি এফসি। টুর্নামেন্টের দুই সেরা দলের মধ্যে লড়াই হাড্ডাহাড্ডি হবে বলে আশা ফুটবল প্রেমীদের। আর কয়েক ঘণ্টার মধ্যে শুরু হতে চলা এই ম্যাচে কেমন একাদশ নিয়ে মাঠে নামতে পারে দুই দল, তা এক নজরে দেখে নেওয়া যাক। কোথায় এবং কখন ম্যাচ, তাও জেনে নেওয়া যাক।

বেঙ্গালুরু এফসি-র সম্ভাব্য একাদশ
গুরপ্রীত সিং সান্ধু (গোলরক্ষক), হরমনজোত সিং খাবরা, রাহুল ভেকে, জুয়ানান গঞ্জালেস, অজিত কুমার, ডিমাস দেলগাদো, সুরেশ সিং ওয়াংজাম, উদান্ত সিং, ক্লেইটন সিলভা, সুনীল ছেত্রী, ক্রিস্টিয়ান ওপসেথ।

মুম্বই সিটি এফসি-র সম্ভাব্য একাদশ
অমরিন্দর সিং (গোলরক্ষক), মহম্মদ রাকিপ, মউরতাদা ফল, হেরনান সান্টানা, ভিগনেশ দক্ষিণামূর্তি, আহমেদ জাহৌ, রাওলিন বর্জেস, রেনফার ফার্নান্ডেজ, হুগো বৌমৌস, বিপিন সিং, অ্যাডাম লে ফনড্রে।

দুই দলের সম্ভাব্য ছক
মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে আইএসএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে ৪-২-৩-১ ছকে দল সাজাতে পারে বেঙ্গালুরু এফসি। একই ছকে আজ দল নামাতে পারে অভিনেতা রনবীর কাপুরের মুম্বই সিটি এফসিও। ফলে দুই দলের মধ্যে কাঁটায় কাঁটায় লড়াই হবে বলা চলে।

কোথায় এবং কখন ম্যাচ
গোয়ার মারগাঁওয়ের ফতোরদা স্টেডিয়ামে আজ সন্ধ্যা সাড়ে সাতটায় বেঙ্গালুরু এফসি-র মুখোমুখি হবে মুম্বই সিটি এফসি। স্টার স্পোর্টসে ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে। জিও টিভি ও ডিজনি-হটস্টারে ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখতে পারবেন ফুটবল প্রেমীরা।
ভারত বনাম অস্ট্রেলিয়া: সিডনিতে ধোনিকে ছুঁতে পারেন রাহানে