রোনাল্ডো অনেক পিছিয়ে, ইনস্টাগ্রামের প্রোফাইল পাল্টে তিনিই সর্বকালের সেরা ঘোষণা পেলের
রবিবারই পরিসংখ্যানে পেলে টপকে গিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বিশ্বজুড়ে রোনাল্ডো ভক্তরা তাই বেশ আনন্দে রয়েছেন। কিন্তু ফুটবল দুনিয়ায় সম্রাট একজনই, তিনি কিংবদন্তি পেলে। রোনাল্ডো তাঁর রেকর্ড ভাঙার পরদিনই পরিসংখ্যান নিয়ে হাজির ব্রাজিলিয়ান পেলে। তাঁর কেরিয়ারে তিনি ঠিক কতগুলো গোল করেছেন, সেটাই এবার জানাতে ইনস্টাগ্রাম প্রোফাইল পাল্টে দিলেন কিংবদন্তি।

ইনস্ট্রাগ্রামে কী কী লিখলেন পেলে
পেলের ইনস্টাগ্রাম প্রোফাইলে লেখা ‘Leading Goal Scorer of All Time (1283)। অর্থাৎ নিজের ফুটবল কেরিয়ারে ১২৮৩ গোল করেছেন ফুটবল সম্রাট। পেলে নিজেই সেকথা জানিয়েছেন।

পেলেকে কোন নজির ছাপিয়ে গিয়েছেন রোনাল্ডো
ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের রেকর্ডকে টপকে ক্লাব এবং দেশের হয়ে সর্বকালের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। রবিবারের ম্যাচে রোনাল্ডো ৭৫৭তম ও ৭৫৮তম গোলটি করেন।

রোনাল্ডোর সামনে শীর্ষে কে
রোনাল্ডোর সামনে রয়েছেন অস্ট্রিয়ার ফুটবলার জোসেফ বিকান। ক্লাব ও দেশের হয়ে তাঁর ৭৫৯ টি গোল রয়েছে। ক্লাব ও দেশের হয়ে ৭৪২ টি গোল করে লিওনেল মেসি তালিকায় চার নম্বরে রয়েছেন।

গোলের পরিসংখ্যান দিলেন পেলে
রোনাল্ডো এই কীর্তি গড়ার পরই পেলে ভক্তদের সোশ্যাল মিডিয়ায় ট্রোলের মুখে পড়তে হয়। আর সেই সময়েই আসরে নামলেন কিংবদন্তি। পেশাদার ফুটবলে দেশ ও ক্লাবের জার্সিতে খেলা ছাড়াও ছোট থেকে বহু ম্যাচ খেলেছেন, যার অনেক গোলেরই কোনও রেকর্ড নেই। তা মনে করিয়েই ,তিনিই যে সর্বকালের সেরা গোলদাতা আরও একবার ঘোষণা করে দিলেন পেলে।
১৫০০ কোটির নিচে নয়! আইপিএল নিয়ে বড় ইঙ্গিত দিল সৌরভের বিসিসিআই!