ফতোরদা: এটিকে-মোহনবাগান এবং মুম্বই সিটি এফসি’র মধ্যে শীর্ষস্থান দখলের লড়াই চলছেই। নর্থ-ইস্ট ইউনাইটেডকে হারিয়ে হাবাসের দল শীর্ষস্থানে পৌঁছনোর ২৪ ঘন্টা কাটতে না কাটতেই ফের শীর্ষে চলে গেল লোবেরার মুম্বই সিটি এফসি। মঙ্গলবার ফতোরদা স্টেডিয়ামে বেঙ্গালুরু এফসি’কে সহজেই ৩-১ গোলে উড়িয়ে দিল আইল্যান্ডাররা। মুম্বইয়ের হয়ে গোলগুলি করলেন মোর্তাদা ফল, বিপিন সিং এবং বার্থোলোমিউ ওগবেচে। বেঙ্গালুরুর হয়ে পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেন সুনীল ছেত্রী।

গত ম্যাচের একাদশে এদিন পরিবর্তনে পক্ষপাতী ছিলেন কোনও কোচই। বেঙ্গালুরু কোচ কার্লোস কুয়াদ্রাত এরিক পারতালুর পরিবর্তে দেশর্ন ব্রাউনকে কেবল একাদশে নিয়ে আসেন। উলটোদিকে গতম্যাচের অপরবর্তিত একাদশই রেখেছিলেন মুম্বই কোচ সার্জিও লোবেরা। দ্বিতীয় মিনিটেই সুবর্ণ সুযোগ চলে এসেছিল দেশর্ন ব্রাউনের কাছে। ক্লেইটন সিলভার দুরন্ত থ্রু বল ধরে বক্সের মধ্যে একা অমরিন্দরকে পেয়েও হেলায় তা বাইরে মারেন জামাইকান স্ট্রাইকার। এরপর আর নীল জার্সিধারীদের বিশেষ সুযোগ দেয়নি মুম্বই।

ম্যাচের নবম মিনিটে সেটিপস থেকে নিজের উচ্চতাকে কাজে লাগিয়ে মুম্বইকে এগিয়ে দেন ডিফেন্ডার মোর্তাদা ফল। বিপিন সিং’য়ের কর্নার থেকে হার্নান সান্তানার হেড ফলের মাথা হয়ে প্রবেশ করে জালে। পরের মিনিটেই ব্যবধান বাড়ানোর সুযোগ হাতছাড়া করে অ্যাডাম লে ফন্ড্রে। বলা ভালো শরীর প্রসারিত করে ফন্ড্রের গোলমুখী নেওয়া শট রক্ষা করেন প্রতীক চৌধুরি। যদিও মুম্বইয়ের দ্বিতীয় গোলের অপেক্ষা দীর্ঘায়িত হয়নি। ১৫ মিনিটে গোলের খাতায় নাম লেখান বিপিন নিজেই। বামপ্রান্ত থেকে মন্দার রাও দেশাইয়ের ঠিকানা লেখা ক্রসে পা ছুঁইয়ে গোল করে যান তিনি।

দু’গোলে পিছিয়ে থাকা বেঙ্গালুরুর কাছে ৪১ মিনিটে একটি সু্যোগ এসেছিল সেটপিস থেকে। কিন্তু ক্লেইটনের শট এযাত্রায় রুখে দেন অমরিন্দর। দ্বিতীয়ার্ধে তাগিদ অনেক বেশি ছিল বেঙ্গালুরুর। কিন্তু মুম্বইয়ের অ্যাটাকিং থার্ডে গিয়ে সুবিধা করে উঠতে পারছিলেন না ছেত্রীরা। উলটোদিকে ৭০ মিনিটে রাওলিন বোর্জেসের একটি দুরন্ত শট আটকে দেন গুরপ্রীত।

৭৯ মিনিটে মুম্বই ডিফেন্ডার ক্লেইটনকে নায্য ট্যাকল করলেও রেফারির বদান্যতায় পেনাল্টি পায় বেঙ্গালুরু। স্পটকিক থেকে সুনীল ছেত্রীর গোলে ম্যাচে ব্যবধান কমালেও ৮৪ মিনিটে পরিবর্ত ওগবেচে মুম্বইয়ের হয়ে ব্যবধান বাড়িয়ে বেঙ্গালুরুর ম্যাচে ফেরার রাস্তা বন্ধ করে দেন। ওখানেই তিন পয়েন্ট নিশ্চিত হয়ে যায় লোবেরার দলের। যদিও দু’মিনিট বাদে দ্বিতীয় হলুদ কার্ড দেখে টুর্নামেন্টে দ্বিতীয়বারের জন্য লাল কার্ড দেখেন মুম্বই মিডফিল্ডার আহমেদ জাহৌ। ৯ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দু’পয়েন্টে এগিয়ে থেকে আগামী ১১ জানুয়ারি মেরিনার্সদের মুখোমুখি হবে আইল্যান্ডাররা।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

অতিমারীর মধ্যে দূরে থেকে কিভাবে চলছে পাবলিক রিলেশন জানাচ্ছেন পি.আর বিশেষজ্ঞ অরিন্দম বসু।