লক্ষ্মীর পদক্ষেপ আঁচ করতে পারেনি তৃণমূল! সৌগত দিলেন 'ফিরে আসার' বার্তা, ফিরহাদের ড্যামেজ কন্ট্রোলে কোন ইঙ্গিত
রাজ্য রাজনীতিতে একের পর এক তৃণমূল নেতার ইস্তফা ঘিরে মমতার শিবিরে পর পর ধাক্কার আবহ! যে লক্ষ্মীরতনকে একদিন নিজে এলে হাওড়ার রাজনীতিতে বসিয়ে ছিলেন মমতা, সেই লক্ষ্মীই কাউকে কিছু বুঝতে না দিয়ে আচমকা মন্ত্রীত্ব থেকে দলের পদ ছেড়েছেন। তবে রয়েছেন বিধায়ক। এমন এক পরিস্থিতিতে তৃণমূলের তরফে সৌগত রায় থেকে ফিরহাদদের পর পর মন্তব্য বেশ প্রাসঙ্গিক হচ্ছে।

সকালে ফিরহাদের প্রতিক্রিয়া
হাওড়ায় এক শিলান্যাস অনুষ্ঠানে এদিন সকালে অনুপস্থিত ছিলেন লক্ষ্মীরতন। যেখানে আমন্ত্রিতের তালিকায় ছিলেন ফিরহাদ হাকিম। প্রশ্ন তখন থেকেই শুরু হয়। সেখানে শুধু লক্ষ্মী নন, গড়হাজির ছিলেন হাওড়ার তৃণমূলের আরও এক নেতা প্রসূণ বন্দ্যোপাধ্যায়, রাজীব বন্দ্যোপাধ্যায়রা। ফলে এমন দুই তাবড় নেতাদের গড় হাজিরি নিয়ে ফিরহাদকে প্রশ্ন করা হলে তিনি বলেন, সৌরভের শরীরটা খারাপ লক্ষ্মী সেটা নিয়ে ব্যস্ত। রাজীব রয়েছেন বাইরে। তিনি বলেন, 'লক্ষ্মী হয়তো কোনও কাজে আসেনি। ও তো স্পোর্টস মিনিস্টার, .. সৌরভের শরীরটা খারাপ, ..' যার কয়েক ঘণ্টার মধ্যেই লক্ষ্মীর মন্ত্রিত্ব থেকে ইস্তফার বার্তা আসে।

'ফিরে আসার' বার্তা সৌগতর
এদিন কার্যত সৌগত রায় বলেই ফেলেন যে, লক্ষ্মীর মতো ছেলে দল থেকে সরে গেলে কিছুটা ধাক্কা আসবেই। আর সেই সূত্র ধরেই সৌগত বলেন যে, লক্ষ্মীর ফিরে আসা উচিত। তার জন্য ওঁর সাথে আলোচনা করার ইঙ্গিতও দেন সৌগত।

মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নেবেন
সৌগত রায় এদিন বলেন, লক্ষ্মীকে মন্ত্রিত্বে ফিরিয়ে আনার ব্যাপারে শেষ কথা মমতাই বলবেন। প্রসঙ্গত, হাওড়া জেলায় দুই প্রধান মুখ রয়েছে তৃণমূলে। একদিকে অরূপ শিবির, অন্যদিকে রাজীব শিবির। গত কয়েকদিন রাজীব বন্দ্যোপাধ্যায় বেসুরো হয়ে দলের বিরুদ্ধে ক্ষোভ চড়িয়েছেন। তবে লক্ষ্মীরতন কয়েকদিন আগে পর্যন্তও দলে ভাঙনের বিরোধী বলে সাক্ষাৎকারে জানান। যে লক্ষ্মী মমতার একান্ত স্নহধন্য ছিলেন বলে খবর।এমন অবস্থায় হাওড়া তৃণমূলে প্রবল ধাক্কা দিয়ে লক্ষ্মীর এই পদক্ষেপে হতচকিত তৃণমূল।

'জেলার রাজনীতির বিষয়ে জানিনা'
কয়েকদিন আগে তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের দিন প্রসূণ বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা যায়, জেলা যা হচ্ছে তাতে আমি শকড। এরপরই দল্পনা চড়ে। সেই প্রেক্ষাপটে জদেলর অন্দরের কোন্দলের প্রেক্ষিতে সৌগতর বার্তা 'জেলার রাজনীতিতে কী ঘটছে তা আমি জানি না। '
মন্ত্রীপদে ইস্তফা লক্ষ্মীরতনের! তৃণমূলের পদ ছাড়তেই শুরু জল্পনা