স্টাফ রিপোর্টার, বহরমপুর: সাতসকালে পিকনিকে যাওয়ার পথে পিকআপ ভ্যান ও ট্রাকের মুখোমুখি ধাক্কায় প্রাণ গেল তিন মহিলা সহ ৪ জনের। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভরতি ৫ জন। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রেজিনগরের দাদপুর এলাকায়।

জানা গিয়েছে, মঙ্গলবার ভোরে পিকনিক করতে পিকঅ্যাপ ভ্যানে রানাঘাট থেকে লালবাগে যাচ্ছিলেন ১৬ জনের একটি টিম। ভোর ৫ টা ৩০ মিনিট নাগাদ রেজিনগর ও বেলডাঙা থানার মাঝে গাড়ি থামিয়ে কয়েকজন নামেন। সেই সময়ই উলটো দিক থেকে আসা বেপরোয়া একটি পাথর বোঝাই ১২ চাকার ট্রাক ধাক্কা দেয় পিকআপ ভ্যানটিতে। ঘটনাস্থলেই মৃত্যু হয় চারজনের। মৃতদের নাম, সূর্য মালাকার, সোমা দাস মালাকার, শিল্পী মণ্ডল, ইলা সরকার। মৃতেরা প্রত্যেকেই রানাঘাটের বাসিন্দা। আহতদের পরিচয় এখনও জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘন কুয়াশার চাদরে ঢাকা ছিল জাতীয় সড়ক। তার জেরে দৃশ্যমানতা কম ছিল। তারইমধ্যে অত্যন্ত দ্রুতগতিতে আসছিল লরিটি। তার ফলে সম্ভবত পিকঅ্যাপ ভ্যানটিকে দেখতে পাননি লরির চালক। যখন দেখতে পেয়েছেন, তখন আর দুর্ঘটনা এড়াতে পারেননি। ঘাতক লরিটিকে আটক করেছে রেজিনগর থানার পুলিশ।

জানা গিয়েছে, আহত আরও ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে মুর্শিদাবাদ মেডিক্যালে চিকিৎসা চলছে তাঁদের। পুলিশ জানিয়েছে, ইতিমধ্যেই ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। বেপরোয়া গতির কারণেই এই দুর্ঘটনা নাকি ট্রাকটিতে যান্ত্রিক কোনও ত্রুটি ছিল তা খতিয়ে দেখা হচ্ছে।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

অতিমারীর মধ্যে দূরে থেকে কিভাবে চলছে পাবলিক রিলেশন জানাচ্ছেন পি.আর বিশেষজ্ঞ অরিন্দম বসু।