• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

‘লক্ষ্মীহারা’ তৃণমূলের নয়া সভাপতি মনোনয়ন, একুশের আগে কে বসলেন হটসিটে

জেলা তৃণমূল কংগ্রেসের রদবদল হয়েছিল মাত্র কয়েকমাস আগে। সেখানে মন্ত্রী অরূপ রায়কে জেলা শহর সভাপতির পদ থেকে সরিয়ে বসানো হয়েছিল ক্রীড়াব্যক্তিত্ব লক্ষ্মীরতন শুক্লাকে। তিনি হঠাৎ পদত্যাগের সিদ্ধান্ত নেওয়ায় একুশের আগে ফের তৈরি হয় জটিলতা। লক্ষ্মীর ইস্তফার অদ্যাবধি পরেই এই পদে নিয়োগ করা হয় নতুন সভাপতি।

‘লক্ষ্মীহারা’ তৃণমূলের নতুন সভাপতি মনোনয়ন

‘লক্ষ্মীহারা’ তৃণমূলের নতুন সভাপতি মনোনয়ন

একুশের নির্বাচনের আগে লক্ষ্মীরতন শুক্লার হঠাৎ পদত্যাগে হাওড়া তৃণমূল সভাপতি হারা হয়ে গিয়েছেন। লক্ষ্মী ছেড়ে দেওয়ায় কে বসবেন তাঁর জায়গায় তা নিয়ে শুরু হয়েছিল চর্চা। আবার কি হাওড়া তৃণমূল কংগ্রেসে অরূপ রায় জমানা ফিরে আসবে, নাকি এবার বসবেন রাজীব বন্দ্যোপাধ্যায়- তা নিয়ে জল্পনার মধ্যেই হাওড়া তৃণমূলের নতুন সভাপতি মনোনয়ন হয়ে গেল।

তৃণমূলের সভাপতির পদে নয়া মুখ একুশের আগে

তৃণমূলের সভাপতির পদে নয়া মুখ একুশের আগে

একুশের দিকে লক্ষ্য রেখে তৃণমূল কংগ্রেস নতুন করে সংগঠন সাজানোর চেষ্টা করেছিল। যেহেতু অরূপ রায় ও রাজীব বন্দ্যোপাধ্যায়ের মতো নেতাদের মধ্যে পারস্পরিক বিরোধী রয়েছে, তৃতীয় একজন নিরপেক্ষ নেতাকে সভাপতির পদে বসিয়ে সমন্বয়ের চেষ্টা করা হয়। লক্ষ্মীরতন শুক্লা ছিলেন তেমনই একজন।

লক্ষ্মীরতন শুক্লার জায়গায় ভাস্কর ভট্টাটার্য

লক্ষ্মীরতন শুক্লার জায়গায় ভাস্কর ভট্টাটার্য

এবারও সেই একই পথে হাঁটল তৃণমূল। তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি জানিয়ে দিলেন, হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের শহর সভাপতি হচ্ছেন ভাস্কর ভট্টাচার্য। লক্ষ্মীরতন শুক্লার জায়গায় ভাস্কর ভট্টাটার্য হাওড়া জেলা শহর সভাপতির দায়িত্ব সামলাবেন। তিনি চেয়ারম্যান অরূপ রায় ও কো-অর্ডিনেটর রাজীব বন্দ্যোপাধ্যায়কে নিয়ে হাওড়া তৃণমূলকে এগিয়ে নিয়ে যাবেন।

লক্ষ্মীর ইস্তফার পর সভাপতি পদে নয়া মুখ

লক্ষ্মীর ইস্তফার পর সভাপতি পদে নয়া মুখ

লক্ষ্মীরতন শুক্লা মন্ত্রিত্ব ছাড়ার পাশাপাশি ছেড়েছেন হাওড়া জেলা সদর তৃণমূলের সভাপতিত্ব। এই অবস্থায় মন্ত্রিত্ব ছাড়ার থেকেও বড় ক্ষতি হাওড়া জেলা শহর সভাপতির পদ থেকে ইস্তফা দেওয়া। জেলার তৃণমূলে্র কাণ্ডারি তিনি। এখন তাঁর জায়গায় নতুন দায়িত্ব নিলেন ভাস্কর ভট্টাচার্য। অরূপ রায়কে ফিরিয়ে আনা হলে চেয়ারম্যান পদ শূন্য হত, একই কথা খাটে রাজীবের ক্ষেত্রেও।

একুশের আগে নতুন হাতে কতটা সক্রিয় হবে তৃণমূল

একুশের আগে নতুন হাতে কতটা সক্রিয় হবে তৃণমূল

তৃণমূল নেতৃত্ব এই স্বল্প পরিসরে লক্ষ্মীরতন শুক্লার পরিবর্ত হিসেবে ভাস্কর ভট্টাচার্যকে দায়িত্ব দিয়েছে। নির্বাচন আর মাত্র তিনমাস দূরে। তার আগে নির্ভরযোগ্য হাতে এই দায়িত্ব তুলে দেওয়া হল জেলার দায়িত্ব। নতুন হাতে কতটা সক্রিয় হতে পারবে তৃণমূল, সেটাই এখন দেখার। লক্ষ্মীর ছেড়ে যাওয়া আসনে বসে দলকে উজ্জ্বীবিত করলেন ভাস্করও।

ফের নন্দীগ্রামে কর্মসূচি ঘোষণা মমতার, শুভেন্দুর চ্যালেঞ্জের জবাব নিয়ে কবে হাজির হচ্ছেন তৃণমূলনেত্রী

English summary
Bhaskar Bhattacharya becomes TMC president of district Howrah after Lakshmi Ratan Shukla’s resignation
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X