শীতে বাধা দুই 'ভিলেন'! উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি একনজরে
মঙ্গলবার আরও বাড়ল ন্যূনতম তাপমাত্রা (weather)। পশ্চিমী ঝঞ্ঝা এবং পূবালী হাওয়ার জেরে শীত (winter) কমেছে দক্ষিণবঙ্গে। সামনের কয়েকদিন এই পরিস্থিতি বজায় থাকবে বলে জানানো হয়েছে। সোমবারের থেকে মঙ্গলবারে কলকাতার ন্যূনতম তাপমাত্রা বেড়েছে প্রায় দেড় ডিগ্রির মতো। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.১ ডিগ্রি সেলসিয়াস। সেখানে মঙ্গলবার সকালে তা বেড়ে হয়েছে ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস।
২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত ১৬, ৩৭৫ জন! সংক্রমণে নবম, মৃত্যুতে দ্বিতীয় বাংলা

পশ্চিমী ঝঞ্ঝায় বাধা উত্তরে হাওয়া
পশ্চিমী ঝঞ্ঝা জম্মু ও কাশ্মীরের পার্বত্য অঞ্চলে বড় এক দেওয়ালের মতো অবস্থান করছে। যার জেরে উত্তরে হাওয়া বাধা পাচ্ছে। ফলে উত্তরভারতে প্রবল ঠান্ডা থাকলেও, তা বিহার, ঝাড়খণ্ড কিংবা পশ্চিমবঙ্গে নেই।
গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অধিকাংশ জায়গাতেই ন্যূনতম তাপমাত্রা বেড়েছে। সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের অনেক জায়গাতেই তাপমাত্রা স্বাভাবিকের থেকে ওপরে রয়েছে। এছাড়াও পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন এলাকার ওপরে যে ঘূর্ণাবর্ত অবস্থান করছিল, তা এখনও সেই জায়গাতেই রয়েছে। অন্যদিকে বঙ্গোপসাগরে তৈরি পূবালী হাওয়া দক্ষিণবঙ্গে উষ্ণতা বাড়াচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গের আবহাওয়া
মঙ্গলবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। আগামী তিনদিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে বলে জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন আবহাওয়া শুকনো থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কোনও কোনও জায়গায় আগামী তিনদিন মাঝারি ধরনের কুয়াশা থাকতে পারে। আগামী তিনদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে রাতের তাপমাত্রা তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্রাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ১২.৪ ( ১২.২)
বালুরঘাট ( ৯.৪)
বাঁকুড়া ১৩ (১২.৪)
ব্যারাকপুর ১২ ( ১১.২)
বহরমপুর ১১.৬ (১০.২)
বর্ধমান ১৩.৬ (১২.৬)
ক্যানিং ১৩.৪ (১২)
কোচবিহার ৯.৬ (৮.১)
দার্জিলিং ৬.২ (৪.৪)
দিঘা ১৪.১ (১২.৯)
কলকাতা ১৫.৫ (১৪.১)
মালদহ ১৬ (১৪.৪)
পানাগড় ( ১১.৫)
পুরুলিয়া ১১ (১০)
শিলিগুড়ি ১১.৪ (৯.৬)
শ্রীনিকেতন ১১.৯ ( ১১.২)