কলকাতা: বুধবারই বাড়ি ফিরছেন মহারাজ৷ তবে আগামী দু’ সপ্তাহ চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়৷ তবে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠার পর ক্রিকেটও খেলতে পারবেন সৌরভ৷ এছাড়াও ম্যারাথনে দৌড়তে এমনকী বিমান চালাতেও কোনও অসুবিধা হবে না ‘প্রিন্স অফ ক্যালকাটা’র৷ এমনই আশারবাণী শোনালেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি৷

দেশের অন্যতম সেরা হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি সমস্ত মেডিক্যাল রিপোর্ট ও সৌরভকে দেখার পর বুধবারই প্রাক্তন ভারত অধিনায়ককে হাসপাতাল থেকে ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়৷ অর্থাৎ আগামিকালই বাড়ি ফিরছেন মহারাজ৷ সোমবার তিনি কলকাতায় এলে সৌরভকে আজই হাসপাতাল থেকে ছুটি দিতে পারতেন বলেও জানান শেঠি৷ সৌরভের শরীরের সমস্ত প্যারামিটার স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি৷

সৌরভকে দেখার পর সংবাদিকদের মুখোমুখি হয়ে বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি বলেন, ‘হার্ট অ্যাটাক হলেও সৌরভের হৃদ্‌যন্ত্রে কোনও সমস্যা নেই৷ শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় কোনও সমস্যা হবে না৷ আগের মতো স্বাভাবিক জীবনে ফিরতে পারবে সৌরভ৷ সৌরভ একেবারে ফিট৷ স্বাভাবিক জীবনযাপনে কোনও রকম অসুবিধা হবে না৷ ক্রিকেট খেলতে, ম্যারাথনও দৌড়তেও পারবে সৌরভ৷ এমনকী বিমান চালাতে চাইলেও কোনও সমস্যা হবে না৷’

মঙ্গলবার সকাল সাড়ে ৯টা নাগাদ উডল্যান্ডসে এসেছে পৌঁছন দেবী শেঠি৷ প্রাক্তন ভারত অধিনায়কের মেডিক্যাল রিপোর্ট খতিয়ে দেখার পর কথা বলেন ৯ সদস্যের মেডিক্যাল বোর্ডের সঙ্গে৷ আলোচনার পর বিশিষ্ট এই হৃদরোগ বিশেষজ্ঞ সৌরভের ছুটির বিষয়টিতে সিলমোহর দেন৷বুধবার অর্থাৎ আগামিকালই হাসপাতাল থেকে ছুটি পাচ্ছেন সৌরভ৷

সৌরভের চিকিৎসা সম্পূর্ণ ঠিকঠাক হয়েছে বলেও সন্তোষ প্রকাশ করেন বিশিষ্ট এই হৃদরোগ বিশেষজ্ঞ৷ পাশাপাশি সৌরভের চিকিৎসারত ডাক্তারদের প্রশংসা করেন দেবী শেঠি৷ আলিপুরের ওই হাসপাতালের চিকিৎসকরা অত্যন্ত তৎপরতা ও দক্ষতার সঙ্গে সৌরভের চিকিৎসা করেছেন বলেও জানান তিনি৷ শেঠি বলেন, ‘ঠিক সময়ে ঠিকঠাক চিকিৎসা হয়েছে৷ উন্নত বিশ্বের যে কোনও দেশে এই চিকিৎসাই করা হত৷’

সৌরভের মতো ৪৮ বছরের ব্যক্তি, যে ছোট থেকে নিয়মিত শরীর চর্চা করে এসেছে এবং যে নন-স্মোকিং ও নন-অ্যালকোহলিক তার এই ঘটনা দেশের সব মানুষকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে৷ এখান থেকে শিক্ষা নিয়ে সাধারণ মানুষের উদেশ্যে বিশিষ্ট এই হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শ চল্লিশোর্ধ্ব ব্যক্তিরা বছরে দুু’বার অথবা অন্তত একবার করে অবশ্যই মেডিক্যাল চেক-আপ করান৷

সৌরভের শেষবার ‘লিপিড প্রোফাইল’ পরীক্ষা করা হয়েছিল ১৬ থেকে ১৭ বছর আগে৷ দেবী শেঠি বলেন, ‘সৌরভ যে ধূমপান করে না৷ ড্রিঙ্কও করে না৷ নিয়মিত শরীরচর্চা করে৷ তার পরেও এই ধরনের হার্ট অ্যাটাক চিন্তায় ফেলেছে চিকিৎসকদের৷ কিন্তু সৌরভ দীর্ঘদিন কোনও শারীরিক পরীক্ষা করাননি৷ যে পরীক্ষা এই দেশের যে কোনও রাস্তার ল্যাবরেটরিতেও করানো যায়৷ সৌরভ ওই পরীক্ষা করালে অন্তত ১৫ বছর আগে এই ঘটনা সম্পর্কে ভবিষ্যদ্বাণী করা যেত৷’

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

অতিমারীর মধ্যে দূরে থেকে কিভাবে চলছে পাবলিক রিলেশন জানাচ্ছেন পি.আর বিশেষজ্ঞ অরিন্দম বসু।