তৃণমূলে রোজ উইকেট পড়ছে, লক্ষ্মীরতন শুক্লার পদত্যাগ নিয়ে কটাক্ষ দিলীপ ঘোষের
একের পর অক উইকেট পড়ছে তৃণমূলে। বর্ধমানের ভাতারের সভা থেেক মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে এমনই আক্রমণ করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শুভেন্দু অধিকারী আগেই হুঁশিয়ারি গিয়ে বলেছিলেন দেড়জনের দল হয়ে রয়ে যাবে তৃণমূল কংগ্রেস। সেই পথেই কি এগোচ্ছে শাসক দলের অবস্থা। দিলীপ ঘোষ আক্রমণ শানিয়ে বলেছেন মমতা জেনেও কিছু করতে পারছেন না। গোটা দলটাই এবার ফাঁকা হয়ে যাবে।

মমতাকে আক্রমণ দিলীপের
মন্ত্রিত্ব ছাড়লেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা। একের পর এক মহাপতন হয়ে চলেছে তৃণমূল কংগ্রেসে। এই নিয়ে মমতা সরকারকে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেছেন, তৃণমূলের একের পর এক উইকেট পড়ছে। ভোটের আগে সবটাই পড়ে যাবে। বর্ধমানের ভাতার থেকে শাসক দলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি আক্রমণ শানিয়ে বলেছেন মমতা সব জেনেও কিছু করতে পারছেন না। ভোটের আগে গোটা দলটাই ফাঁকা হয়ে যাবে।

লক্ষ্মীরতন শুক্লার পদত্যাগ
হঠাৎ করেই ধাক্কা শাসক দলে। রাজ্যের ক্রীড়ামন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা মন্ত্রিত্ব ছাড়লেন। দলের সব পদ থেকে ইস্তফা দিয়েছেন। তবে বিধায়ক পদ থেকে তিনি পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন। রাজনীতি থেকে আপাতত অবসর নিতে চান লক্ষ্মীরতন শুক্লা। তিনি খেলার জগতে ফিরে যেেত চান বলে জানিয়েছেন পদত্যাগ পত্রে। লক্ষ্মীরতন শুক্লার এই পদক্ষেপে কিছুটা হলেও অস্বস্তিতে শাসক দল। উঠছে গোষ্ঠিদ্বন্দ্বের প্রসঙ্গও।

মমতার সাফাই
মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীরতন শুক্লার মন্ত্রিত্ব ছাড়া নিয়ে জল্পনায় ইতি টেনেছেন। নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেছেন, লক্ষ্মী ভাল ছেলে। খেলায় ফিরতে চান তাই রাজনীতি থেকে অবসর চাইছে। ওর সঙ্গে আমাদের শুভেচ্ছা রইল। রাজ্যপালকে তাঁর পদত্যাগ পত্র গ্রহণ করতে বলেছি। এতে নেগেটিভের কিছু নেই। এদিকে তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায় লক্ষ্মীরতন শুক্লাকে পদত্যাগপত্র ফিরিয়ে নিতে বলেছেন। তাঁর মতো ছেলের দলে প্রয়োজন রয়েছে বলে জানিেয়ছেন তিনি।

সুনীল মণ্ডলের হুঁঙ্কার
লক্ষ্মীরতন শুক্লা গোষ্ঠিদ্বন্দ্বের কারণেই পদত্যাগ করতে বাধ্য হয়েছেন বলে দাবি করেছেন সদ্য বিজেপিতে যোগদানকারী সাংসদ সুনীল মণ্ডল। তিনি দাবি করেছেন ১৫ জানুয়ারির মধ্যে শাসক দল ফাঁকা হয়ে যাবে। পিকের তোলাবাজি কেউ সহ্য করবে না। শাসক দলের মেয়াদ শেষ হয়ে এসেছে বলে আক্রমণ শানিয়েছেন সুনীল মণ্ডল