রাজ্য পুলিশের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হতে চলেছেন শুভেন্দু
পুলিশি অতি সক্রিয়তা অভিযোগে এবার রাজ্য পুলিশের ডিজি ও পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপারের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন সদ্য বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সোমবার পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় এক জনসভায় যোগ দিয়ে একথা জানিয়েছেন শুভেন্দু অধিকারী।

তিনি বলেন, 'আমাকে বাধা দেওয়া হচ্ছে। একাধিক জায়গায় সমস্যা তৈরি করা হচ্ছে। তাই আমি ডিজি ও এসপি'র বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হব।'
এর পাশাপাশি শুভেন্দু অধিকারী জানিয়েছেন, 'রবিবার কাঁথিতে তাঁর রোড শো ও সভা শেষের পরে যেভাবে বিজেপি কর্মীদের উপরে আক্রমণ করা হয়েছে সে বিষয়ে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অভিযোগ জানিয়েছেন।'
তিনি আরও বলেন, 'আমি কাঁথির ঘটনা অমিত শাহজিকে ই-মেল করে জানিয়েছি। একই সঙ্গে গোটা ঘটনা সম্পর্কে রিপোর্ট দিয়েছি রাজ্যপালকেও।" ফলে রাজনৈতিক লড়াইয়ের পাশাপাশি এবার রাজ্য প্রশাসনের বিরুদ্ধেও অসহযোগিতার অভিযোগ তুলেছেন নন্দীগ্রামের ভূমিপুত্র।

বিজেপির ওপর হামলার ঘটনায় এখনও উত্তেজনা অশোকনগরে