সিডনিতে রাহানের ভারত, অস্ট্রেলিয়া দলের কোন কোন দুর্বলতাকে কাজে লাগাতে পারে
দরজায় কড়া নাড়ছে সিডনি টেস্ট। ৭ ডিসেম্বর থেকে অজিভূমে সিরিজে এগিয়ে যাওয়া লক্ষ্যে টিম পেইন অ্যান্ড কোম্পানির বিরুদ্ধে মাঠে নামবে ভারত। আর সেই লড়াইয়েই অজিদের বেশ কিছু দুর্বলতা নিয়ে পরিকল্পনা সাজিয়ে নিতে পারে ভারত। একনজরে সিরিজে এখনও পর্যন্ত অস্ট্রেলিয়ার কোন কোন দুর্বলতা নজরে এসেছে।

দুশেরা গণ্ডি পার করতে পারেনি অস্ট্রেলিয়া
ভারতের বিরুদ্ধে সিরিজে এখনও পর্যন্ত অস্ট্রেলিয়া চারপার ব্যাটিং করেছে। যেখানে অজিরা এখনও পর্যন্ত একবারও দলগত স্কোরে দুশোর গণ্ডি পার করতে পারেনি। যা টিম পেইনের দলের বড় দুর্বলতা। অজিদের এই দুর্বল ব্যাটিং নিয়ে ইতিমধ্যে পন্টিং থেকে শুরু করে অজিদের একাধিক প্রাক্তনী সমালোচনা শুরু করেছেন।

একনজরে চার ইনিংসে অজিদের স্কোর
অ্যাডিলেড ও মেলবোর্ন টেস্ট মিলিয়ে চার ইনিংসে অস্ট্রেলিয়া এখনও পর্যন্ত ১৯১, ৯৩ ও মেলবোর্নে ১৯৫ ও ২০০ রান হাঁকিয়েছে। সব মিলিয়ে এই চার ইনিংসে টিম পেইনের দল এখনও পর্যন্ত দলগতভাবে দুশোর গণ্ডি পার করতে পারেনি।

মেলবোর্নে অজি দলের একজন ক্রিকেটারও পঞ্চাশের গণ্ডি পার করতে পারেননি
মেলবোর্ন অজি দলের একজন ক্রিকেটারও পঞ্চাশ রানের গণ্ডি পার করতে পারেননি। ১৯৮৮ -র পর এই প্রথম ঘরের মাঠে টেস্ট খেলতে নেমে অস্ট্রেলিয়া দলের একজন ব্যাটসম্যানও পঞ্চাশের গণ্ডি পার করতে পারেনি, এমন ঘটনা ঘটল। মেলবোর্নে অস্ট্রেলিয়ার হয়ে মার্কাস লাবুসানে সর্বোচ্চ ৪৮ রান হাঁকান।

ক্যাচ হাতছাড়া
মেলবোর্ন টেস্টে অস্ট্রেলিয়া সব মিলিয়ে ৮টি ক্যাচ হাতছাড়া করেছে। ২০১২ সালের পর এই প্রথম এক টেস্টে এতগুলি ক্যাচ ফেলেছে অস্ট্রেলিয়া। ব্যাটিং থেকে ফিল্ডিং, দুশোর গণ্ডি না পার করা থেকে ক্যাচ মিস,অজি দলের এই সব দুর্বলতা কাজে লাগাতে পারলে সিডনিতে বড় সুবিধে করতে পারে ভারত।
করোনা ভাইরাসের বাড়বাড়ন্ত, জিম্বাবোয়ে-তে ফের বাতিল ক্রিকেট!