• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

বিশেষজ্ঞের পরামর্শ নিয়েই সৌরভের হৃদপিণ্ডে ফের অ্যাঞ্জিওপ্ল্যাস্টি, মঙ্গলবার শহরে শেঠি

বিশেষজ্ঞের পরামর্শ নিয়েই সৌরভ গঙ্গোপাধ্যায়ের হৃদপিণ্ডে ফের অ্যাঞ্জিওপ্ল্যাস্টি করা হবে বলে উডল্যান্ডস হাসপাতাল সূত্রে খবর। মঙ্গলবার শহরে আসছেন ডাক্তার দেবী শেঠি। তাঁর উপস্থিতিতেই বিসিসিআই সভাপতির হৃদপিণ্ডে ফের স্টেন্ট বসানো হতা পারে বলে সূত্রের খবর। দাদা সুস্থ রয়েছেন বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে। খাবার খাওয়ার পাশাপাশি প্রিয়জনদের সঙ্গে সৌরভ কথাও বলছেন বলে খবর।

মঙ্গলবার আসছেন শেঠি

মঙ্গলবার আসছেন শেঠি

ঠিক ছিল, সোমবার কলকাতায় আসবেন বিশিষ্ট হৃদ বিশেষজ্ঞ দেবী শেঠী। কিন্তু তাঁর সফর একদিন পিছিয়ে যাওয়ায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের হৃদপিণ্ডের অ্যাঞ্জিওপ্ল্যাস্টিও স্থগিত করে দেওয়া হয়েছে বলে খবর। যদিও বিসিসিআই সভাপতির স্বাস্থ্যের গতি-প্রকৃতির পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট ডাক্তার শেঠির কাছে পৌঁছে দেওয়া হচ্ছে বলে খবর। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাইপাস সার্জারি করা ডাক্তার রমাকান্ত পান্ডের থেকেও পরামর্শ নিচ্ছেন প্রাক্তন অধিনায়কের পরিবারের সদস্যরা।

আজ ইকোকার্ডিওলজি

আজ ইকোকার্ডিওলজি

হাসপাতালের তরফে জানানো হয়েছে, সোমবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের ইকোকার্ডিওলজি করা হবে। দেখা হবে দাদার হৃদযন্ত্রের গতি-প্রকৃতি। আগামী ২৪ ঘণ্টার জন্য বিসিসিআই সভাপতিকে কী অসুধ দেওয়া হবে, তা নিয়ে আলোচনা চালাচ্ছেন উডল্যান্ডসের ডাক্তাররা। বৈঠক করছে হাসপাতালের ৯ সদস্যের মেডিক্যাল বোর্ড। আপাতত রক্ত তরল রাখার ওষুধ দেওয়া হচ্ছে সৌরভকে। কোলেস্টেরল ও রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার জন্য বিসিসিআই সভাপতিকে ওষুধ দেওয়া হচ্ছে বলে হাসপাতাল সূত্রে খবর। অন্য একটি সূত্রের দাবি, পুরোপুরি সুস্থ হয়ে ওঠা দাদাকে দুই দিনের মধ্যে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়াও হতে পারে।

অসুস্থ সৌরভ

অসুস্থ সৌরভ

গত শনিবার হৃদরোগে আক্রান্ত হয়ে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি হন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেদিনই তাঁর হদপিণ্ডে একটি স্টেন্ট বসানো হয়। বিসিসিআই সভাপতির হৃদযন্ত্রে আরোও দুটি ছিদ্র রয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর।

সৌরভের জন্য চিন্তা

সৌরভের জন্য চিন্তা

বিসিসিআই সভাপতির দ্রুত আরোগ্য কামনায় সামিল হয়েছে দেশ। হাসপাতালে গিয়ে মহারাজকে দেখে আসেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যপাল ধনকড়। মহারাজের সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। বিসিসিআই সভাপতির শারীরিক পরিস্থিতি জানতে ফোন করেছিলেন কিংবদন্তি সচিন তেন্ডুলকর, লতা মঙ্গেশকর, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। হাসপাতালে এসে দাদাকে দেখে যান প্রাক্তন বিসিসিআই কর্তা তথা কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। সৌরভের আরোগ্য কামনায় সামিল হয়েছেন দেশের উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু।

English summary
Sourav Ganguly is stable now, Debi Sethi will come tomorrow and decide the fate
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X