For Quick Alerts
For Daily Alerts
আইএসএল ২০২১: হাড্ডাহাড্ডি লড়লেও প্রথমার্ধে গোলমুখ খুলতে ব্যর্থ চেন্নাইয়ান-হায়দরাবাদ
হাড্ডাহাড্ডি লড়াই হলেও প্রথমার্ধে গোলের দেখা পেল না চেন্নাইয়ান-হায়দরাবাদ। দুই দলই এদিন প্রথম অর্ধে ভালো খেলেছে। প্রথম ৪৫ মিনিটে হায়দরাবাদের বিশেষ প্রশংসা করতে হবে। হায়দরাবাদ একাধিক গোলের সুযোগ তৈরি করলেও শেষ পর্যন্ত জালে রাখতে পারেনি। অন্যদিকে চেন্নাইয়ানও জোর টক্কর দিচ্ছে।

চেন্নাইয়ান ৫১ ও হায়দরাবাদ ৪৯ শতাংশ বলের দখল রেখে খেলে। হায়দরাবাদের আক্রমণ চেন্নাইয়ানের গোলকিপার বিশাল কাইথকে ব্যস্ত রেখেছে। দ্বিতীয়ার্ধে ছবিটা পাল্টায় কিনা, টানটান উত্তেজনার ম্যাচ কোন দল এগিয়ে যায়, নাকি শেষ পর্যন্ত গোলশূন্য অবস্থাতে ম্যাচ শেষ হয় সেটাই এখন দেখার।