জিতেন্দ্র সরলেও আক্রমণ কমেনি, বাবুলের গড়ে বিজেপি নেতাকে টার্গেট করে গুলি
আসানসোলে বিজেপি নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। রবিবার রাতে হীরাপুর এলাকায় ডলি লজের সামনে বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়কে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ। গাড়ি থেকে নামার সময়ই গুলি ছুটে আসে তাঁর দিকে। অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন বিজেপি নেতা। এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের হাত রয়েছে বলে দাবি বিজেপির।

গতকাল গভীর রাতে লজের সামনে গাড়ি থেকে নামার সময় তাঁকে লক্ষ্য করে এলোপাথারি গুলি চালাতে থাকে দুষ্কৃতিরা। প্রাণে বাঁচতে লাগাতার হর্ন বাজাতে থাকেন বিজেপি নেতা। তীব্র শব্দে আশপাশের এলাকার বাসিন্দারা জেগে ওঠেন। তাঁরা বাড়ির বাইরে বেরিয়ে এসে চিৎকার শুরু করলে দুষ্কৃতিরা পালিয়ে যায় বলে জানিয়েছেন তিনি। তাঁকে খুন করার জন্যই গুলি চালানো হয়েছিল বলে দাবি করেছে বিজেপি নেতা।
জিতেন্দ্র তিওয়ারি সরে যাওয়ার পর এই প্রথম আসানসোনে বিজেপু নেতার উপর হামলার ঘটনা ঘটল। প্রসঙ্গত উল্লেখ্য আসানসোলের অনুন্নয়নের অভিযোগ করে তৃণমূল কংগ্রেস ছেড়ে দেন জিতেন্দ্র তিওয়ারি। বিধায়ক পদ থেকে ইস্তফা না দিলেও তিনি দলনেত্রীর পাশেই আছেন বলে জায়িনেয়েছেন। এখনই বিজেপিতে তিনি যোগ দিচ্ছেন না বসে জানিয়েছেন জিতেন্দ্র তিওয়ারি। কয়েকদিন আগে পাণ্ডবেশ্বরে একটি অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি পাণ্ডবেশ্বরের বিধায়ককে।