বাংলায় করোনার সংক্রমণ একধাক্কায় নেমে ৫৯৭! সক্রিয়ের সংখ্যা হাজারেরও নিচে
নতুন বছরের শুরুতেই করোনার গ্রাম নিম্মমুখী হয়েছিল। সোমবার দৈনিক করোনা আক্রান্ত এক ধাক্কায় নেমে গেল ৬০০-রও নিচে। ২০২০-র জুলাই মাসের পর ফের এতটা কমল দৈনিক করোনা সংক্রমণ। এদিন বাংলায় দৈনিক করোনা আক্রান্ত উল্লেখযোগ্য হারে কমার পাশাপাশি সক্রিয়ের সংখ্যাও নেমে এসেছে হাজারের নিচে।

১
একনজরে বাংলার করোনা পরিসংখ্যান
স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৫৯৭ জন। মোট আক্রান্তের সংখ্যা গতদিন পর্যন্ত ছিল ৫ লক্ষ ৫ লক্ষ ৫৪ হাজার ৯৭৫ জন। এদিন ৫৯৭ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লক্ষ ৫৫ হাজার ৫৭২ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯৮১৭। এদিন মৃত্যু হয়েছে ২৫ জনের।
২
মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান
রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ৫ লক্ষ ৫৫ হাজার ৫৭২ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ৯ হাজার ৬৭১ জন। এদিন ৭৭৫ জন কমল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ৫৯৭ জন। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ১৩৪৭ জন। মোট করোনা মুক্ত হলেন ৫ লক্ষ ৩৬ হাজার ৮৪ জন। সুস্থতার রেট হয়েছে ৯৬.৪৯ শতাংশ।
৩
করোনা টেস্টিং
করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ৭২ লক্ষ ৩৫ হাজার ৩২৬ জনের। ৯৮টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ৮০৩৯৩। এদিন টেস্টিং হয়েছে ২৫২৫৬ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে করোনা সক্রিয়ের হার ৭.৬৮ শতাংশ।
৪
সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়
আক্রান্তের হার কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া ও হুগলি-সহ বেশ কিছু জেলায় উদ্বেগজনক। কলকাতায় করোনা আক্রান্ত ১২৪১৬২। এদিন ১৫২ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ১১৭৬০৭ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১৭৪ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ৩৭ জন বেড়ে হয়েছে ৩৬২০৫। হাওড়ায় আক্রান্ত ৩৪৭৯০। এদিন আক্রান্ত হয়েছেন ২৩ জন। হুগলিতে ২৭ জন বেড়ে আক্রান্ত ২৮৬৮৭ জন।