কোভিডের টিকাকরণের কাউন্টডাউন শুরু! ভারতের কোন রাজ্য কতটা প্রস্তুত দেখা যাক
প্রধানমন্ত্রী জানিয়েছেন বিশ্বের সবচেয়ে বৃহত্তম কোভিড ভ্যাকসিন কর্মসূচি শুরু করবে ভারত। তার আগে রবিবারই আপৎকালীন পরিস্থিতির জন্য ২ টি ভ্যাকসিনকে ছাড়পত্র দিয়েছে ডিসিজিএ। এরপরই শুরু হবে ভ্যাকসিন দেওয়ার কাজ । শোনা যাচ্ছে ৩০০ মিলিয়ন কোভিড ফ্রন্টলাইন কর্মী এতে আগে উপক-ত হবেন। দেখা যাক ভ্যাকসিন নিয়ে কোন রাজ্যে কী পরিস্থিতি।

মহারাষ্ট্র, রাজস্থান
মহারাষ্ট্র ইতিমধ্যেই ৭৫৮০০০ জন কোভিড যোদ্ধার নামের তালিকা তৈরি করেছে। এই সংখ্যক মানুষই সেখানে প্রথম দফায় ভ্যাকসিন পাবেন। এবিষয়ে জেলাস্তরের প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে, রাজস্থানে কোভিড ভ্যাকসিনের ড্রাই রান শুরু হয়েছে।তবে সেখানে ভ্যাকসিনের বিষয়ে কেন্দ্রের সঙ্গে আলোচনা খানিকটা বাকি রয়েছে। ভ্যাকসিনের জন্য প্রস্তুত সেন্টার থেকে অ্য়াম্বুলেন্স।

অসম, কর্ণাটক
অসমে ১.৫ লাখ স্বাস্থ্যকর্মী ও ফ্রন্টলাইন কর্মীরা নাম লিখিয়েছেন ভ্যাকসিনের জন্য। যে ভ্যকাসিন সম্ভবত ফেব্রুয়ারি মাসে চালু করবে অসম। এদিকে, কর্ণাটক ভ্যাকসিনের জন্য আলাদা পরিকাঠামো গঠন করতে শুরু করেছে।

পাঞ্জাব,ছত্তিশগড়,উত্তরাখণ্ড
পাঞ্জাবে ১.৬ লাখ মানুষ প্রথম দফায় কোভিড ভ্যাকসিন নেবেন। তবে কবে থেকে তা হবে , সেবিষয়ে এখনও খোঁজ নেই। ছত্তিশগড়ে ২.৫৪ লাখ মানুষ কোভিড ভ্যাকসিন নেবেন বলে খবর। উত্তরাখণ্ড সরকার ৯৪ হাজার স্বাস্থ্য কর্মীকে ভ্যাকসিন দেওয়া নিয়ে তথ্য কেন্দ্রকে পাঠিয়েছে।

মধ্যপ্রদেশ ,হরিয়ানা, বিহার
মধ্যপ্রদেশে ৪.৫ লাখ জনকে কোভিড ভ্যাকসিন দেওয়া হবে।এজন্য ২০০০ আইস লাইন্ড ফ্রিজ ভ্যাকসিন রাখার জন্য প্রস্তুত করা হয়েছে। হরিয়ানায় ৭ জানুয়ারি থেকে প্রস্তুতি খতিয়ে দেখা শুরু করবে প্রশাসন। ১৯০০০টি ভ্যাকসিনেশন সাইট ও ৫১৪৫ জন ভ্যাকসিনেটর ইতিমধ্যেই বেছে নিয়েছে হরিয়ানা। বিহারে ১৪,৭২৪ জন ভ্যাকসিনেটরকে বাছা হয়েছে। সেখানে ৪.৩৯ জন স্বাস্থ্যকর্মীকে ভ্যাকসিন দেওয়া হবে। তবে এবিষয়ে চিত্র পরিষ্কার হবে এই সপ্তাহে। ২০ মিলিয়ন মানুষ এই রাজ্যে ভ্যাকসিন পাবেন বলে খবর।

ঝাড়খণ্ড, তামিলনাড়ু, তেলাঙ্গানা
২.৫ লাখ কর্মীকে জাড়খণ্ডে দেওয়া হবে ভ্যাকসিন। কেন্দ্রের তরফে ভ্যাকসিনের ফ্রিজ সমেত ভ্যান আসতে চলেছে রাজ্যে খুবই শীঘ্র।তামিসনাড়ুতে কেন্দ্রের নির্দেশ অনুযায়ী ড্রাই রান শুরু হয়েছে। সেই ড্রাই রানে ২০০০ জন সংযুক্ত। তামিলনাড়ুতে ৫০০০ ফ্রিজ ইতিমধ্যেই রাখার বন্দোবস্ত করা হয়েছে। তেলাঙ্গানাতে ১০,০০০ ভ্যাকসিন সেন্টার রাখা হয়েছে। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহেই শুরু হবে ভ্যাকসিন দেওয়ার কাজ।

অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ কেরল
অন্ধ্রপ্রদেশে ১.৭০ লাখ জনকে ভ্যাকসিন দেওয়া হবে বলে খবর। তবে সেখানে আগে বন্দোবস্ত করা হচ্ছে ভ্যাকসিনকে নিরাপদে রাখার। উত্তরপ্রদেশে ১৪ জানুয়ারি মকর সংক্রান্তির সময় থেকে ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হবে। কোল্ড চেইন মেনটেন্সের জন্য ২,০৩,৯৩৮ লিটার জায়গা রাখছে যোগী সরকার। । যেখানে ২ থেকে ৮ ডিগ্রি সেলিসয়াসে ভ্যাকসিন রাখার বন্দোবস্ত করা হচ্ছে। কেরলের পরিস্থিতি নিয়ে কেন্দ্রের কাছে রিপোর্ট গিয়েছে। যাঁরা প্রথম দফায় ভ্যাকসিন নেবেন, তাঁদের নামের তালিকা কেন্দ্রের কাছে পাঠানো হয়।