আইএসএলে মুখোমুখি বেঙ্গালুরু ও মুম্বই, পাল্লা ভারী কোন দলের এবং কেন?
মঙ্গলবারের আইএসএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে বেঙ্গালুরু এফসি-র মুখোমুখি হতে চলেছে মুম্বই সিটি এফসি। চলতি টুর্নামেন্টের অন্যতম দুই সেরা দলের লড়াই যে তুল্যমূল্য হবে, তা আর বলার অপেক্ষা রাখে না। সেই আবহে দেখে নেওয়া যাক মুখোমুখি সাক্ষাতে কোন দলের পাল্লা ভারী। মঙ্গলবারের ম্যাচে কিছুটা হলেও এগিয়ে থাকবে কোন শিবির, তাও জেনে নেওয়া যাক।

মুখোমুখি দুই দল
আইএসএলে এখনও পর্যন্ত ছয় বার মুখোমুখি হয়েছে দুই দল। দুই বার জিতেছে বেঙ্গালুরু এফসি। তিন বার জিতেছে মুম্বই সিটি এফসি। দুই দলের মধ্যে একটি ম্যাচ অমীমাংসিত ভাবে শেষ হয়েছে।

শেষ দুই ম্যাচ
আইএসএল ২০১৯-২০২০ মরসুমের লিগ পর্যায়ে দুই বার মুখোমুখি হয়েছিল দুই দল। প্রথম মোকাবিলা ৩-২ গোলের ব্যবধানে জিতেছিল মুম্বই সিটি এফসি। লিগের ফিরতি ম্যাচও ২-০ গোলের ব্যবধানে জিতেছিল অভিনেতা রনবীর কাপুরের দল।

লিগ তালিকায় অবস্থান
চলতি ইন্ডিয়ান সুপার লিগ বা আইএসএল তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে মুম্বই সিটি এফসি। আট ম্যাচ খেলে ১৯ পয়েন্ট হাসিল করেছে রনবীর কাপুরের দল। আট ম্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে লিগ তালিকার পঞ্চম স্থানে অবস্থান করছে বেঙ্গালুরু এফসি।

সবচেয়ে বেশি গোল
মুম্বই সিটি এফসি-র জার্সিতে চলতি টুর্নামেন্টে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি ৬টি গোল দিয়েছেন অ্যাডাম লে ফনড্রে। বেঙ্গালুরু এফসি-র হয়ে সবচেয়ে বেশি ৩ গোল দিয়েছেন সুনীল ছেত্রী। দলগতভাবে এখনও পর্যন্ত টুর্নামেন্টে সবচেয়ে বেশি গোল করেছে মুম্বই সিটি এফসি। তাদের গোল সংখ্যা ১৩। অন্যদিকে বেঙ্গালুরু এফসি-র গোল সংখ্যা ১১।

সবচেয়ে বেশি ক্লিনশিট
চলতি আইএলএলে এখনও পর্যন্ত পাঁচটি ক্লিনশিট পেয়েছে মুম্বই সিটি এফসি। দলের গোলরক্ষক অমরিন্দর সিং ১৭টি বল বাঁচিয়েছেন। অন্যদিকে বেঙ্গালুরু এফসি-র গুরপ্রীত সিং সান্ধুর হাত থেকে বেরিয়েছে ২০টি সেভ। ৩ বার ক্লিনশিট আদায় করেছে সুনীল ছেত্রীর দল।

কোন দলের পাল্লা ভারী
টুর্নামেন্টে এখনও পর্যন্ত ৬টি ম্যাচ জিতেছে মুম্বই সিটি এফসি। তিনটি ম্যাচ জিতেছে বেঙ্গালুরু এফসি। সে নিরিখে এই ম্যাচে যে মুম্বইয়ের পাল্লা ভারী, তা আর বলার অপেক্ষা রাখে না।
সভাপতি সৌরভকে দেখতে কলকাতায় সচিব শাহ, সন্ধ্যেতে ইডেন ঘুরে দেখলেন জয়