মুম্বই: আরবাজ খান, সোহেল খান ও তাঁর ছেলে নির্বাণ খানের বিরুদ্ধে দায়ের হল অভিযোগ। কোয়ারেন্টাইন ভাঙার জন্যই এই অভিযোগ দায়ের করা হয়েছে।

কয়েকদিন আগেই মুম্বইতে এক নাইট ক্লাবে যাওয়ার জন্য সুরেশ রায়না থেকে শুরু করে একাধিক তাবড় সেলিব্রিটি মুম্বই পুলিশের নজরে আসে। এরপর এদিন মুম্বই পুরসভা সলমানের দুই ভাই আরবাজ ও সোহেলকে আটক করল। অভিযোগ কোভিড বিধি মানেনি তারা।

জানা গিয়েছে, শুধু আরবাজ বা সোহেল নন, সোহেলের ছেলে নির্বাণও এই ঘটনায় অভিযুক্ত। নির্বাণের বিরুদ্ধেও দায়ের হয়েছে মামলা।

গত ২৫ ডিসেম্বর আরবাজ , সোহেলরা দুবাই থেকে ফেরেন। এরপর তাঁরা সোজা বিমানবন্দর থেকে বাড়ি চলে যান। কোভিড বিধি অনুযায়ী তাঁদের একটি হোটেলে আলাদা থাকার কথা ছিল। আইসোলেশনের নিয়ম তাঁরা মানেননি।

এখানেই শেষ নয়, প্রশাসনের চোখে ধুলো দিয়ে এই তিনজন কোভিড বিধি ভাঙেন। তাঁরা জানান যে তাঁরা তাজ হোটেলে কোয়ারেন্টাইনে থাকবেন, অথচ তা করেননি সোহেলরা। গোটা ঘটনা নজরে পড়ে বিএমসির। মুহূর্তে মুম্বই পুরসভা ব্যবস্থা নেয়। দুই তারকার বিরুদ্ধে দায়ের হয় মামলা। যদিও বিমানবন্দরে এই ৩ জনের করোনা রিপোর্টই নেগেটিভ এসেছে বলে খবর।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

অতিমারীর মধ্যে দূরে থেকে কিভাবে চলছে পাবলিক রিলেশন জানাচ্ছেন পি.আর বিশেষজ্ঞ অরিন্দম বসু।