সৌরভের চিকিৎসা প্রবাহ নিয়ে আজ আলোচনায় ৯ সদস্যের মেডিক্যাল বোর্ড, আসবেন শেঠী
হৃদরোগে আক্রান্ত সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরবর্তী চিকিৎসা প্রবাহ কোন দিকে এগোবে, তা ঠিক করতে আজ বৈঠকে বসছে উডল্যান্ডস হাসপাতালের ৯ সদস্যের মেডিক্যাল বোর্ড। বিসিসিআই সভাপতির হৃদপীণ্ডে আরও দুটি স্টেন্ট বসানো হবে কিনা, তা সকাল ১১টার বৈঠকে ঠিক হতে পারে বলে খবর। সৌরভের শারীরিক পরিস্থিতি খতিয়ে দেখতে মঙ্গলবার শহরে আসতে পারেন বিশিষ্ট ডাক্তার দেবী শেঠী।

ইতিমধ্যে সৌরভ গঙ্গোপাধ্যায়ের একটি ধমনীতে একটি স্টেন্ট বসানো হয়েছে। আরও কিছু ব্লকেজ থাকায় অন্তত আরও দুটি স্টেন্ট বসানো হতে পারে বলে হাসপাতাল সূত্রে খবর। বিসিসিআই সভাপতির হৃদপীণ্ডে আজই সেই অস্ত্রোপচার করা হতে পারে বলে আভাস দিয়ে রেখেছে উডল্যান্ডস হাসপাতাল কর্তৃপক্ষ। যদিও পুরো বিষয়টি আলোচনার ওপর নির্ভরশীল।
এরই মধ্যে সৌরভ গঙ্গোপাধ্যায়ের কোভিড ১৯ টেস্ট করা হলে, তা নেগেটিভ এসেছে। ৪৮ বছরের প্রাক্তন ভারতীয় অধিনায়কের সার্স-কোভ-২ ভাইরাস সংক্রমণ সংক্রান্ত পরীক্ষার ফলও নেগেটিভ এসেছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। বিসিসিআই সভাপতি আগের থেকে অনেক বেশি স্থিতিশীল এবং ফুরফুরে মেজাজে রয়েছেন বলে জানানো হয়েছে। এক কথায় চেনা মেজাজে একরাশ মনের জোর নিয়ে পরিস্থিতির সঙ্গে লড়াই করছেন সৌরভ। কথা বলছেন নিকট আত্মীয়, বন্ধুদের সঙ্গে।
গত শনিবার হৃদরোগে আক্রান্ত হয়ে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি হন সৌরভ গঙ্গোপাধ্যায়। তারপর থেকেই বিসিসিআই সভাপতির দ্রুত আরোগ্য কামনায় সামিল হয়েছে দেশ। হাসপাতালে গিয়ে মহারাজকে দেখে আসেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যপাল ধনকড়। মহারাজের সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। বিসিসিআই সভাপতির শারীরিক পরিস্থিতি জানতে ফোন করেছিলেন কিংবদন্তি সচিন তেন্ডুলকর ও লতা মঙ্গেশকর।