সিডনি: নিউ ইয়ার টেস্ট শুরুর আগেই অজিশিবিরে দু:শ্চিন্তা৷ বাড়িতে পড়ে গিয়ে সিরিজের তৃতীয় টেস্টের দল থেকে ছিটকে গেলেন অজি পেসার জেমস প্যাটিনসন৷ সিডনিতে নিউ ইয়ার টেস্ট শুরু হচ্ছে বৃহস্পতিবার৷ তবে ভারতের বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম দু’টি টেস্টের কোনওটিতে খেলেননি ডানহাতি অজি পেসার৷

মেলবোর্নে বক্সিং ডে টেস্টের দলে না-থাকায় ছুটি নিয়ে বাড়ি ফিরেছিলেন প্যাটিনসন৷ কিন্তু বাড়িতে পড়ে গিয়ে চোট পান তিনি৷ তাঁর পাঁজরে লেগেছে বল জানা গিয়েছে৷ তবে অস্ট্রেলিয়া প্যাটিনসনের পরিবর্ত ঘোষণা করেনি৷ কারণ দলে মিচেল নাসের ও শন অ্যাবটের মতো বোলার দলে রয়েছেন৷ তবে চোটের জন্য সিরিজের প্রথম দু’টি টেস্ট না-খেললেও তৃতীয় টেস্টে দলে ফিরেছেন বাঁ-হাতি অজি ওপেনার ডেভিড ওয়ার্নার৷

৭ জানুয়ারি থেকে এসসিজি-তে শুরু হচ্ছে নিউ ইয়ার টেস্ট৷ সিডনিতে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এসসিজি-তে ভারত-অস্ট্রেলিয়া সিরিজের তৃতীয় টেস্টের আয়োজন নিয়ে সংশয় দেখা দিয়েছিল৷ কিন্তু পরে পূর্বনির্ধারিত সূচি মেনেই সিডনিতেই তৃতীয় টেস্ট হওয়ার কথা জানায় ক্রিকেট অস্ট্রেলিয়া৷ তৃতীয় টেস্টের জন্য সোমবাইর দুই দল মেলবোর্ন থেকে সিডনি পৌঁছেছে৷

সিরিজ ১-১ অবস্থায় নিউ ইয়ার টেস্টে নামছে ভারত ও অস্ট্রেলিয়া৷ অ্যাডিলেড ওভালে সিরিজের প্রথম টেস্ট জিতে চার ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া৷ ডে-নাইট অর্থাৎ পিঙ্ক বল টেস্টে বিরাট কোহলিদের ৮ উইকেটে হারিয়েছিল টিম পেইনের দল৷ কিন্তু মেলবোর্নে বক্সিং ডে টেস্ট জিতে সিরিজে সমতা ফেরায় ভারত৷ বিরাট কোহলির অনুপস্থিতিতে এমসিজি-তে অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারায় অজিঙ্কা রাহানের নেতৃত্বাধীন ভারত৷

প্রথম টেস্ট লজ্জাজনক হারের বদল মেলবোর্নে নেয় ভারত৷ অ্যাডিলেডে অজি পেস আক্রমণের সামনে দ্বিতীয় ইনিংসে মাত্র ৩৬ রানে অল-আউট হয়ে যায় ভারতীয় দল৷ যা ভারতের টেস্টে ক্রিকেটের ইতিহাসে সর্বনিম্ন টেস্ট ইনিংস৷ কিন্তু মেলবোর্নে অস্ট্রেলিয়াকে ১৯৫ এবং ২০০ রানে অল-আউট করে ম্যাচ জিতে নেয় টিম ইন্ডিয়া৷ প্রথম ইনিংসের ক্যাপ্টেন রাহনের দুরন্ত সেঞ্চুরিতে ১৩২ রানে লিড নেওয়া ভারত দ্বিতীয় ইনিংসে মাত্র ৭০ রান করে ম্যাচ জিতে নেয়৷

অস্ট্রেলিয়া দল: টিম পেইন (ক্যাপ্টেন), শন অ্যাবট, প্যাট কামিন্স, ক্যামেরন গ্রিন, মার্কাস হ্যারিস, জোস হ্যাজেলউড, ট্রেভিস হেড, মোজেস হেনরিকে, মার্নাস ল্যাবুশানে, নাথান লায়ন, মিচেল নাসের, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মিচেল সোয়েপসন, ম্যাথু ওয়েড ও ডেভিড ওয়ার্নার৷

ভারতীয় দল: অজিঙ্ক রাহানে (ক্যাপ্টেন), রোহিত শর্মা (ভাইস-ক্যাপ্টেন), ময়াঙ্ক আগরওয়াল, পৃথ্বী শ, লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, হনুমা বিহারী, শুভমন গিল, ঋদ্ধিমান সাহা, ঋষভ পন্ত, জসপ্রীত বুমরাহ, নভদীপ সাইনি, শার্দুল ঠাকুর, মহম্মদ সিরাজ, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন ও কুলদীপ যাদব৷

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

অতিমারীর মধ্যে দূরে থেকে কিভাবে চলছে পাবলিক রিলেশন জানাচ্ছেন পি.আর বিশেষজ্ঞ অরিন্দম বসু।