সেঞ্চুরি হাঁকিয়ে বছর শুরু, স্বপ্নের ফর্মে কেন উইলিয়ামসন, ১ মাসে এল ৩ সেঞ্চুরি
স্বপ্নের ফর্মে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। পাকিস্তানের বিরুদ্ধে ঘরের মাঠে সেঞ্চুরি হাঁকিয়ে ২০২০ যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই যেন ২০২১ শুরু করলেন ক্যাপ্টেন কেন। বছর শুরুতে প্রথম সেঞ্চুরিয়ান হলেন কেন উইলিয়ামসন। ফের তাঁর ব্যাটে বড় ইনিংস।

কত রান হাঁকালেন কেন
পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের শেষে কেন উইলিয়ামসন ১১২ রানে অপরাজিত রয়েছেন। ১৭৫ বল খেলে ১৬টি বাউন্ডারি হাঁকিয়ে খেলছেন তিনি। এটি কেন উইলিয়ামসনের ২৪ তম টেস্ট শতরান। আর আগে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টে কেন ১২৯ রান হাঁকান।

৩ ঘন্টায় প্রথম ৫০, পরের ৫০ এল ৩৫ মিনিটে
প্রথম ৫০ রান করতে কেন উইলিয়ামসন প্রায় ৩ ঘণ্টা সময় নেন। পরের ৫০ রান আসে মাত্র ৩৫ বলে। নাসিম শাহের এক ওভারে ৪টে চার মেরে ৭৮ রান থেকে ৯৪ রানে পৌঁছন উইলিয়ামসন। আবার ৯৫ থেকে দুটো চার মেরে বছরের প্রথম শতরান পূর্ণ করেন এই মুহুর্তে টেস্টের এক নম্বর ব্যাটসম্যান।

ব্যাক টু ব্যাক শতরান
এই নিয়ে টেস্টে কেন উইলিয়ামসন পরপর দুটি সেঞ্চুরি হাঁকিয়ে ফেললেন। গত এক মাসে সব মিলিয়ে তিনটি সেঞ্চুরি। এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩ ডিসেম্বর কেন ২৫১ রান হাঁকান।

টেস্টে ১ নম্বর ব্যাটসম্যান
স্টিভ স্মিথ ও বিরাট কোহলি, বিশ্বের দুই সেরা ব্যাটসম্যানকে পিছনে ফেলে বছরের শেষ দিন টেস্ট ব্যাটসম্যানদের ব়্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে উঠে আসেন কেন উইলিয়ামসন। বিরাট অ্যাডিলেডে শতরান হাতছাড়া করেন, অন্যদিকে স্মিথের ব্যাটে রানের খরা চলছে, এর মাঝেই নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকানোর সুবাদে পয়লা নম্বরে উঠে আসেন।

একনজরে রেটিং পয়েন্ট
কেন উইলিয়ামসন ৮৯০ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে রয়েছেন। অন্যদিকে বিরাট কোহলি অ্যাডিলেডে ৭৪ হাঁকিয়ে রেটিং পয়েন্ট বাড়িয়েছেন। কোহলির পয়েন্ট এখন ৮৭৯। তিনি দ্বিতীয় স্থানে রয়েছেন। ব্যাটিং ব্যর্থতার পর স্মিথের রেটিং পয়েন্ট এখন ৮৭৭। শীর্ষস্থান থেকে স্মিথ তিনে নেমে এসেছেন।
বিশেষজ্ঞের পরামর্শ নিয়েই সৌরভের হৃদপিণ্ডে ফের অ্যাঞ্জিওপ্ল্যাস্টি, মঙ্গলবার শহরে শেঠি