• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

শোভন চাইলেও দল চাইছে না, তাই মিছিলে নারাজ বৈশাখী, মানভঞ্জনে নেত্রীর বাড়িতে দেবজিৎ সরকার

শোভন -বৈশাখীর রোড শো ঘিরে নাটকীয়তা চরমে। শেষ বেলায় মিছিলে যেতে বেঁকে বসেছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। প্রথমে তিনি জানিয়েছিলেন আমন্ত্রণ পাননি তাই রোড শোয়ে সামিল হবেন না। পরে জানান শোভন চাইলেও বিজেপি চাইছে না তাই রোড শোয়েৎ অংশীদার হচ্ছেন না তিনি। বিজেপি নেত্রীর মন্তব্যে অস্বস্তি বেড়েছে বিজেপি শিবিরে। শেষ বেলায় বৈশাখীর মান ভঞ্জনে পাঠানো হয়েছে বিজেপির মুখ পাত্র দেবজিৎ সরকার। বৈশাখীকে বোঝাতে গিয়েছেন তিনি।

বৈশাখী নারাজ

বৈশাখী নারাজ

শোভনের রোড শোয়ে সামিল হচ্ছেন না বৈশাখী বন্দ্যোপাধ্যায়। সকালেই তিনি সেকথা জানিয়েছিলেন। আমন্ত্রণ পাননি বলো শোভনের রোড শোয়ে সামিল হবেন না তিনি। শোভন তাইলেও বিজেপি তাঁকে রোজ শোয়ে চাইছেন না বলে দাবি করেছিলেন বিজেপি নেত্রী। তাতে আরও অস্বস্তি বেড়েছে বিজেপি শিরিরে। যদিও এই নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করতে চাননি বিজেপি নেতারা।

বৈশাখীর মানভঞ্জনের চেষ্টা

বৈশাখীর মানভঞ্জনের চেষ্টা

ইতিমধ্যেই বৈশাখীর মান ভঞ্জনে তাঁর বাড়িতে দূত করে পাঠানো হয়েছে দেবজিৎ সরকারকে। কলকাতা বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকারকে পাঠানো হয়েছে দলের পক্ষ থেকে। বৈশাখীর বাড়িতে এই নিয়ে আলোচনা চলছে। সকালেই মিছিলে না যাওয়ার কথা জানিয়েছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। তারপরেই বিজেপির পক্ষ থেকে এই তৎপরতা বলে মনে করা হচ্ছে।

শোভনের উপস্থিতি নিয়েও অনিশ্চয়তা

শোভনের উপস্থিতি নিয়েও অনিশ্চয়তা

বৈশাখী যাচ্ছেন না। বেঁকে বসেছেন। তাহলে কী শোভনও যাবেন না মিছিলে। এই নিয়ে চরম জটিলতা তৈরি হয়েছে বিজেপির অন্দরে। অথচ শোভনকে সামনে রেখেই এই রোড শোয়ের আয়োজন করেছিল বিজেপি। সেই মিছিলে কৈলাশ বিজয়বর্গীয় সহ একাধিক বিজেপি নেতা। কাজেই শোভন যদি মিছিলে না আসনে তাহলে এক প্রকার মুখ পুড়বে বিজেপির।

পুলিশি অনুমতি মেলেনি

পুলিশি অনুমতি মেলেনি

এদিকে পুিলশ এখনও অনুমতি দিতে চাইছে না বিজেপির মিছিলের। শেষে চাপে পড়ে রুট বদল করা হয়েছে মিছিলের। বাইক ব়্যালির বদলে পদ যাত্রা করবে বিজেপি। হেস্টিংস থেকে মুরলীধর লেন পর্যন্ত হবে মিছিল। ইতিমধ্যে জমায়েত করতে শুরু করে দিয়েছেন বিজেপি নেতা কর্মী সমর্থকরা।

পুলিশি বাধায় শোভনের রোড শোয়ের রুট বদল, হেলমেট পরে মিছিলে রাকেশ সিং

English summary
BJP leader Debjit Sarkar visit BJP leader Baisakhi Chatterjee's home
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X