ভাবাচ্ছে কোভিডের নয়া স্ট্রেন, দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৮
ধীরে ধীরে এ দেশেও বাড়ছে ব্রিটেনের নয়া কোভিড স্ট্রেনের সংখ্যা। নতুন করোনা স্ট্রেনে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩৮। শুক্রবার ১ জানুয়ারি যা ছিল ২৯–এ। দেশে বিদ্যমান করোনা ভাইরাসের পাশাপাশি নতুন এই ভাইরাস স্বাভাবিকভাবেই ঘুম ওড়াচ্ছে দেশবাসীর।

দেশের বিভিন্ন প্রান্তে ৩৮ জনের চিকিৎসা চলছে
জানা গিয়েছে, মোট ৩৮টি নমুনায় মিলেছে ব্রিটেনের নয়া কোভিড প্রজাতির পজিটিভ ফল। এই ৩৮ জন রোগীর মধ্যে ১০ জনের বেঙ্গালুরুর এনআইএমএইচএএনএসে, তিনজন হায়দরাবাদের সিসিএমবিতে, পাঁচজন পুনের এনআইভিতে, ১১জন দিল্লিরর আইজিআইবিতে, আটজন রাজধানীর এনসিডিসিতে এবং একজনের কলকাতার এনসিবিজিতে চিকিৎসা চলছে। অন্যদিকে এনসিবিএস, ইনস্টিম বেঙ্গালুরু, সিডিএফডি হায়দরাবাদ, আইএলএস ভুবনেশ্বর ও পুনের এনসিসিএসে আসা নমুনাগুলিতে এখনও পর্যন্ত নতুন স্ট্রেন পাওয়া যায়নি।

কেন্দ্র সরকার কড়া পদক্ষেপ করছে
মিউট্যান্ট এই নয়া স্ট্রেন প্রতিরোধ করতে প্রশাসন সহ-ভ্রমণকারী, পরিবারর যোগাযোগ ও অন্যান্যদের সন্ধান করা শুরু করে দিয়েছে। গত সপ্তাহেই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক গত সপ্তাহেই জানিয়েছিল যে পরিস্থিতি খুবই সতর্কতার সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং ইনসাকোগ ল্যাবগুলিতে নমুনা প্রেরণ, নিয়ন্ত্রণ, পরীক্ষা এবং নজরদারির জন্য রাজ্যগুলিকে নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে।

ভারত সহ যে সব দেশ আক্রান্ত
এখনও পর্যন্ত ব্রিটেনের নয়া কোভড স্ট্রেন ভারত ছাড়া যে সমস্ত দেশে দেখা গিয়েছে সেগুলি হল ডেনমার্ক, নেদারল্যান্ড, অস্ট্রেলিয়া, ইতালি, সুইডেন, ফ্রান্স, স্পেন, সুইৎজাল্যান্ড, জার্মানি, কানাডা, জাপান, লেবানন ও সিঙ্গাপুরে। ভারতের সরকারি তথ্য অনুযায়ী, ২৫ নভেম্বর থেকে ২৩ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত ব্রিটেন থেকে ভারতের বিভিন্ন বিমানবন্দরে ফিরেছেন প্রায় ৩৩ হাজার যাত্রী। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে সব যাত্রীদের সনাক্ত করা হয়েছে এবং তাঁদের আরটি-পিসিআর টেস্ট করানো হচ্ছে।

বিমান পরিচালনা বন্ধ
স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে যে তারা ব্রিটেন থেকে প্রাপ্ত ভাইরাসের রিপোর্ট সংগ্রহ করেছে এবং মিউট্যান্ট ভাইরাসকে প্রতিরোধের জন্য কৌশলগত সিদ্ধান্ত নিতে চলেছে। ব্রিটেন ও ভারতের মধ্যে বিমান পরিচালনা বন্ধ করে রাখা হলেও ৬ জানুয়ারি থেকে তা ফের চালু হয়ে যাবে বলে জানা গিয়েছে।

চিনের ১০ গুপ্তচর আফগানিস্তানে ধরা পড়েও চার্টার্ড বিমানে ফিরল বেজিংয়ে ! নেপথ্যে কোন ঘটনা