মেলবোর্ন: প্রথমে শোনা গিয়েছিল বাকি ক্রিকেটাররা মেলবোর্ন ছেড়ে সিডনি পাড়ি দিলেও জৈব সুরক্ষা বলয় ভাঙার অভিযোগে নাকি রোহিত সহ পাঁচ ক্রিকেটারকে মেলবোর্নেই থেকে যেতে হবে। কিন্তু না, রোহিত সহ পাঁচ ক্রিকেটারকে সঙ্গে নিয়েই চতুর্থ টেস্ট খেলতে সোমবার মেলবোর্ন থেকে সিডনি পাড়ি দিচ্ছে ভারতীয় দল।

উল্লেখ্য, সোশ্যাল মিডিয়ায় মেলবোর্ন নিবাসী এক ভারতীয় সমর্থকের ভিডিওতে বছরের প্রথম দিন চাঞ্চল্য ছড়ায়। ওই সমর্থকের ভিডিওতে স্পষ্ট নতুন বছরের প্রথমদিন মেলবোর্নের একটি রেস্তোরাঁয় খাওয়ার জন্য বলয়ের বাইরে বেরিয়েছিলেন শেষ দু’টি টেস্টে ভারতের সহ-অধিনায়ক রোহিত শর্মা ছাড়াও আরও ৪ ক্রিকেটার। তালিকায় ছিলেন উইকেটরক্ষক ঋষভ পন্ত, ওপেনার শুভমান গিল, পৃথ্বী শ এবং ফাস্ট বোলার নভদীপ সাইনি।

বিষয়টি প্রকাশ্যে আসতেই ক্রিকেট অস্ট্রেলিয়া ওই পাঁচ ক্রিকেটারকে অবশিষ্ট ভারতীয় স্কোয়াড এবং অস্ট্রেলিয়া স্কোয়াড থেকে আইসোলেট করে দেয়। এমনকি ক্রিকেটারদের এহেন কর্মকান্ড জৈব-নিরাপত্তা বলয় ভঙ্গ করেছে কীনা, তা নিয়ে যৌথ তদন্ত শুরু করে ক্রিকেট অস্ট্রেলিয়া এবং বিসিসিআই।

মনে করা হচ্ছে প্রোটোকল ভাঙার দায়ে রোহিত-সহ পাঁচ ক্রিকেটারকে জরিমানা করা হতে পারে, তবে অবশিষ্ট স্কোয়াডের সঙ্গেই সিডনি যাচ্ছেন তারা। সূত্রের খবর, দলেরই কয়েকজন ব্যাপারটি নিশ্চিত করেছেন এবং রোহিতদের জৈব-নিরাপত্তা বেষ্টনী ভাঙার যুক্তি খন্ডন করেছেন। তাদের দাবি বিগত দু’মাস ধরে তারা এককাট্ট হয়েই রয়েছেন অজিভূমে। অর্থাৎ, সোমবার একসঙ্গেই চতুর্থ টেস্ট খেলতে সিডনি উড়ে যাচ্ছে গোটা ভারতীয় দল। একইদিনে সিডনি পৌঁছচ্ছে অজিরাও। সেখানেই আগামী ৭ জানুয়ারি থেকে শুরু সিরিজের তৃতীয় টেস্ট।

প্রথমে ৩১ ডিসেম্বর মেলবোর্ন ছেড়ে সিডনি পৌঁছে যাওয়ার কথা ছিল টিম ইন্ডিয়ায়। কিন্তু নিউ সাউথ ওয়েলস প্রদেশে করোনা ভাইরাসের বাড়বাড়ন্তের কারণে পিছিয়ে যায় সেই সূচি। প্রাথমিকভাবে সিডনিতে তৃতীয় টেস্ট নিয়ে সন্দেহ দানা বাঁধলেও ভেন্যু অপরিবর্তিত থাকে। কিন্তু দুর্ঘটনা এড়াতে মেলবোর্নেই আরও কিছুদিন কাটানোর সিদ্ধান্ত নেয় দুই দল।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

অতিমারীর মধ্যে দূরে থেকে কিভাবে চলছে পাবলিক রিলেশন জানাচ্ছেন পি.আর বিশেষজ্ঞ অরিন্দম বসু।