সৌরভের হেলথ আপডেট: পুরোপুরি সুস্থ হতে মহারাজের কতদিন সময় লাগবে
সৌরভের হেলথ আপডেট: কেমন আছেন সৌরভ গঙ্গোপাধ্যায়? রবিবার সকাল থেকেই আপামোর ভারতবাসীর মনে এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। শনিবার জীবনের পিচের কঠিন বাউন্সার সামলেছেন। সকালে জিম করতে গিয়ে অসুস্থতা, বুকে ব্যথা নিয়ে উডল্যান্ডে ভর্তি। সেখান থেকেই হৃদপিণ্ডে তিনটি ধমনীতে ব্লকেজ ধরা পড়া। এরপর একটি ব্লকেজে সেন্ট স্থাপন করা হয়েছে। সোমবার আরও দুটিতে সেন্টা স্থাপন নাকি বাইপাস? সেই সঙ্গে রবিবার সকাল থেকে দাদা এখন কতটা সুস্থ, উত্তরের খোঁজে সৌরভ ফ্যানরা।

রবিবার দুপুরের মেডিক্যাল বুলেটিন
রবিবার দুপুরে সৌরভকে পর্যবেক্ষণে রাখা মেডিক্যাল টিম মহারাজের স্বাস্থ্য নিয়ে বুলেটিন জানিয়েছে। যেখানে সৌরভ এখন ভালো রয়েছেন বলে জানানো হয়েছে। শনিবার রাতে সৌরভের ভালো ঘুম হয়েছে বলেও জানানো হয়।

ডাক্তার সপ্তর্ষি বসু যা জানালেন
সৌরভের শরীরের আপডেট দিতে গিয়ে ডাক্তার সপ্তর্ষি বসু বলেছেন, 'আপনারা জানতে পেরেছেন সৌরভের ট্রিপল ভেসেস ডিজিজ ছিল। রাইট করোনারি আর্টারিতে স্টেন্ট বসানো হয়েছে। এখনও দুটো আর্টারি নিয়ে আমরা ভাবনা চিন্তা করে রেখেছি। আগামীকাল মেডিকেল বোর্ডের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সৌরভের চিকিৎসার পরবর্তী পদক্ষেপ কী হবে সেটা ডাক্তাররা কাল সিদ্ধান্ত নেবেন।'

মেডিকেল টিম আরও যা জানিয়েছে
ডাক্তারবাবু আরও বলেন, 'রবিবার সকাল দশটায় রুটিন ইসিজি হয়েছে। সৌরভের শারীরিক অবস্থার উপর নজর রাখা হয়েছে। দাদাকে নিয়ে সবাই আবেগতাড়িত, আমরা পরিস্থিতিটা বুঝছি। সৌরভকে নিয়ে এখন আর চিন্তার কোনও কারণ নেই।'

বাইপাস না অ্যাঞ্জিওপ্লাস্টি?
ডাক্তাররা আরও জানিয়েছেন, 'আপাতত আমরা বাইপাস সার্জারির ব্যাপারে ভাবছি না। অ্যাঞ্জিওপ্লাস্টির মাধ্যমে স্টেন্ট বসিয়ে বাকি দুই ব্লকেজও ঠিক করা যাবে বলে আমরা মনে করছি, তাই বাইপাস নিয়ে ভাবা হচ্ছে না।'

সৌরভের পুরোপুরি সুস্থ হতে কতদিন সময় লাগবে
সৌরভের পুরোপুরি সুস্থ হতে কতদিন সময় লাগবে, এই নিয়ে চিকিৎসকরা বলেছেন, 'এই ধরণের কার্ডিয়াক অ্যারেস্ট-এর পর অন্তত দু-তিন সপ্তাহ বিশ্রামের প্রয়োজন হয়। সৌরভের প্রেসার, পালস রেট স্বাভাবিক। সেক্ষেত্রে সৌরভ দুই থেকে তিন সপ্তাহ বিশ্রাম নিলেই কাজে ফিরতে পারবেন।'
বিজেপির আশা ও ভরসা মমতার ৩ প্রাক্তনী! একুশে দুই বাড়ির দখলই যখন টার্গেট