২০২১ এর শুরুতেই জাঁকিয়ে পড়ছে ঠান্ডা! উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস একনজরে
শীত বছরের প্রথমের দিক থেকেই কার্যত ঝোড়ো ব্যাটিং শুরু করেছে। তাপমাত্রার পারদ ক্রমাগত নামছে বাংলায়। এদিকে, আগামী সপ্তাহে পারদ ওঠার ইঙ্গিত রয়েছে আবহাওয়া দফতরের তরফে। শুক্রবারের তুলনায় শনিবার, রবিবার ঠান্ডার দাপট বেড়েছে। আবহাওয়ার গতিবিধি এদিন কোনদিকে গিয়েছে, দেখা যাক একনজরে।

রাজ্যে শীতের পূর্বাভাস
রাজ্যে শীত আগামী ২ থেকে ৩ দিন একই রকম দাপট নিয়ে থাকবে বলে খবর। এদিকে, রবিবারও তাপমাত্রার পারদ নামায় শীতকে ৩ রা জানুয়ারি লেপ কম্বল দিয়েই স্বাগত জানিয়েছেন রাজ্যবাসী। তবে শীতের দাপটে আপাতত জবুথবু জেলা।

বঙ্গোপসাগরে পূবালী হাওয়া
বঙ্গোপসাগরে আপাতত পূবালী হাওয়ার প্রভাব বাড়ায় রাজ্যে শীত কমার সম্ভাবনা প্রবল হয়েছে। তবে আগামী সপ্তাহে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়বে পারদ। ফলে রাতে ও সকালের দিকে শীতের প্রভাব থাকবে। অন্যদিকে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে রাজ্যে শীতল হাওয়া বাধা প্রাপ্ত হয়েছে।

হলুদ সতর্কতা জারি
এদিকে, দিল্লি সহ উত্তর ভারতে প্রবল ঠান্ডার সঙ্গে রয়েছে প্রবল ঝড় বৃষ্টির আশঙ্কা। আর সেই আশঙ্কার জেরে এদিন আইএমডির তরফে হলুদ সতর্কতা জারি হয়েছে। দিল্লি, হরিয়ানা, উত্তরপ্রদেশ, পাঞ্জাবে আগামী ২ থেকে ৩ দিন প্রবল বৃষ্টিপাত হবে বলে পূর্বাভাস।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ১১.৬ ডিগ্রি
বালুরঘাট ১২.০ ডিগ্রি
বাঁকুড়া ৯.৪ ডিগ্রি
ব্যারাকপুর ৯.৯ ডিগ্রি
বহরমপুর ১০.৪ ডিগ্রি
বর্ধমান ১১.০ ডিগ্রি
দার্জিলিং ৩.৪ ডিগ্রি
মালদা ১৪.১ ডিগ্রি
শ্রীনিকেতন ৯.৬ ডিগ্রি

কলকাতার তাপমাত্রা
এদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩.১ ডিগ্রি সেলসিয়াস হয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ২৫.৭ ডিগ্রি হয়েছে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস।