• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

দাদা ক্রিকেটেই থাকুন, সৌরভকে মাঠে ফিরতে দেখতে চাই! মহারাজের রাজনীতিতে প্রবেশের জল্পনার অবসান?

  • |

এক সপ্তাহে এভাবে ছবিটা বদলে যাবে কে ভেবেছিল। গত রবিবার, আমচকাই বিকেলে রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করতে যান সৌরভ। যারপর তাঁর রাজনীতিতে প্রবেশের জল্পনা নিয়ে উত্তাল বঙ্গ রাজনীতি। পরদিন সকালে দিল্লিতে উড়ে যাওয়া। ফিরোজ শাহ কোটলায় অরুণ জেটলির মূর্তি উন্মোচনে অমিত শাহের সঙ্গে একমঞ্চে মহারাজ।

শনিবার সৌরভের জীবনে নেমে এল একের পর এক বাউন্সার

শনিবার সৌরভের জীবনে নেমে এল একের পর এক বাউন্সার

কাট টু শনিবারের সকাল থেকে একের পর এক বাউন্সার! জিম করতে গিয়ে বুকে ব্যথা। সেখান থেকে মৃদু হার্ট অ্যাটাক। হৃদপিণ্ডের তিন ধমনীতে ব্লকেজ, একটিতে সেন্ট স্থাপন। বাকি দুটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সোমবার।

রবিবার সৌরভকে দেখতে হাজির অশোক ভট্টাচার্য

রবিবার সৌরভকে দেখতে হাজির অশোক ভট্টাচার্য

রবিবার উডল্যান্ডসে সৌরভকে দেখতে আসেন সিপিএমের নেতা অশোক ভট্টাচার্য। মহারাজের সঙ্গে সাক্ষাতের পর হাসপাতাল থেকে বেরিয়ে অশোকবাবু বলেন,'সৌরভ অন্য জগতের মানুষ, আমরা সবাই চাই ও ওর নিজের জগতেই সবার প্রিয় হয়ে থাকুক। কিন্তু কেউ কেউ মনে করছে,তাঁকে ব্যবহার করে তাঁদের রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করা যাবে। এরকম যারা করেছে,.. গোটা বিষয়টায় একটা চাপ তৈরি হচ্ছে। সেটা একেবারেই কাম্য নয়।'

অরূপ রায় ও প্রদীপ ভট্টাচার্য কী বললেন

অরূপ রায় ও প্রদীপ ভট্টাচার্য কী বললেন

তৃণমূলের নেতা অরূপ রায় সৌরভকে দেখতে এসে বলেন, 'সৌরভ ভালো আছেন। ওর নিজের স্বাধীনতা রয়েছে। দেশের মানুষ সৌরভকে দারুণ ভালোবাসে। সৌরভ ক্রিকেট জগতের মানুষ। ক্রিকেট থেকেই বিশ্বজুড়ে পরিচিতি। ওকে ওর জগতে থাকতে দিন। ক্রিকেট মাঠ, বোর্ডের প্রেসিডেন্ট সৌরভকে মানুষ এই ভূমিকাতেই দেখতে চায়।' অন্যদিকে কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য সৌরভকে দেখে বলেন, 'সৌরভ ভালো রয়েছে। দাদাকে সবাই এবার মাঠে ফিরতে দেখতে চায়।'

মহারাজের রাজনীতিতে প্রবেশের জল্পনার অবসান?

মহারাজের রাজনীতিতে প্রবেশের জল্পনার অবসান?

গত সপ্তাহে ৪৮ ঘন্টার মধ্যে রাজ্যপাল ও অমিত শাহের সঙ্গে দেখা করায় সৌরভের রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে জল্পনা তুঙ্গে। এর মাঝেই এবার হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত মহারাজ। শীরিরিক এই অবনতির কারণে এই মুহূর্তে সৌরভের রাজনীতিতে যোগদানের জল্পনা এখন থেমে গেল, মনে করছে রাজনৈতিক মহল।

সৌরভের হেলথ আপডেট: পুরোপুরি সুস্থ হতে মহারাজের কতদিন সময় লাগবে

English summary
sourav heart attack: Sourav's health update,bengal politicians expresses lets sourav be in Cricket
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X