জয়পুর: অতিমারীতে ধুঁকছে পৃথিবী। এরই মধ্যে একের পর এক আতঙ্ক। কাকের মৃত্যু ঘিরে ছড়িয়েছে নতুন উদ্বেগ।

গত কয়েকদিন ধরে কাকের মড়ক লেগেছে রাজস্থান ও মধ্যপ্রদেশের একাধিক শহরে। আর সেই মৃত কাকের শরীর থেকেই পাওয়া যাচ্ছে বার্ড ফ্লু-র ভাইরাস। স্বাভাবিকভাবেই তা থেকে ছড়িয়েছে নয়া আতঙ্ক।

দুই রাজ্যের একাধিক জেলায় তৈরি হবেছে ভয়। রাজস্থানের প্রধান সচিব কুঞ্জিলাল মিনা রবিবার জানিয়েছেন, রাজস্থানের কোটায় উদ্ধার হয়েছে ৪৭টি মৃত কাক, ১০০টি ঝালওয়ারে ও ৭২টি বারানে। একসঙ্গে এতগুলি কাকের মৃত্যু চিন্তায় ফেলেছে বিশেষজ্ঞদের।

প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে। পরিস্থিতি যাতে হাতের বাইরে না যায়, সে দিকে খেয়াল রাখছে প্রশাসন।

মাছরাঙার মতো পাখির মৃত্যুর খবরও পাওয়া যাচ্ছে। এ সবের শুরু গত মঙ্গলবার। মধ্যপ্রদেশের ইন্দোরে একটি শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসের মধ্যে ৫০টি মৃত কাক উদ্ধার করা হয়। তার মধ্যে কিছু পরিমাণ পরীক্ষায় পাঠালে দেখা যায়, কাকের শরীরে এইচফাইভএন ভাইরাস রয়েছে।

সেই কারণেই পক্ষীকূলের মৃত্যুতে আতঙ্কে রয়েছেন সাধারণ মানুষ। কোনও ভাবে পশুর শরীর থেকে মানব শরীরে এই ভাইরাস আক্রমণ করতে পারে কি না, তাও বুঝতে পারছেন না অনেকেই। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে রাজস্থান সরকারকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। যেখানে যেখানে বার্ড ফ্লু থেকে মৃত্যুর খবর আসছে, সেখানে যেন দ্রুত পরীক্ষা করা হয়।

ইনদওরে করোনা প্রকোপ অত্যধিক বেশি। তার মধ্যেই বার্ড ফ্লু আতঙ্ক এখন তাড়া করছে এই শহরকে। ইনদওর পশু চিকিৎসা পরিষেবার উপ-অধিকর্তা প্রমোদ শর্মা জানিয়েছেন, নতুন করে ২০টি পাখির দেহ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে, যার ফল এখনও এসে পৌঁছয়নি।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

অতিমারীর মধ্যে দূরে থেকে কিভাবে চলছে পাবলিক রিলেশন জানাচ্ছেন পি.আর বিশেষজ্ঞ অরিন্দম বসু।